গণমাধ্যম কর্মী
-
-
-
-
-
-
-
Class of HSC
-
-
-
-
© 2025 Eidok
Romaian

Recent Actualizat
-
1 Commentarii 0 Distribuiri 249 Views 0 previzualizareVă rugăm să vă autentificați pentru a vă dori, partaja și comenta!
-
-
কুষ্টিয়ায় জেলা বিএনপি কার্যালয় ঘেরাও কর্মসূচি।
https://eyenewsbd.com/watch/F4FYyAex1ygUtAtকুষ্টিয়ায় জেলা বিএনপি কার্যালয় ঘেরাও কর্মসূচি। https://eyenewsbd.com/watch/F4FYyAex1ygUtAt -
0 Commentarii 0 Distribuiri 172 Views 0 previzualizare
-
গন্তব্য ঝিনাইদহ শহরগন্তব্য ঝিনাইদহ শহর 🏍️🏍️🏍️0 Commentarii 0 Distribuiri 241 Views 0 previzualizare
-
তিন চাকার গাড়িতে চার চাকার ফিল।
https://eyenewsbd.com/watch/nOag3sG2YLW8Y19তিন চাকার গাড়িতে চার চাকার ফিল। https://eyenewsbd.com/watch/nOag3sG2YLW8Y19EYENEWSBD.COMতিন চাকার গাড়িতে চার চাকার ফিল।তিন চাকার গাড়িতে চার চাকার ফিল। মানুষের শখের কোন শেষ নাই। কেউ সাজাচ্ছে বাড়ি গাড়ি আবার কেউ সেজেছে নিজেই। কুষ্টিয়া ঝিনাইদহের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই অটো রিক্সাটি। এই অটো রিক্সা চালকের -
হারানো বিজ্ঞপ্তি :
গতকাল সোমবার (২২ শে জুন) আনুমানিক বিকেল ৫ টার দিকে কুষ্টিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা, এন এস রোড, কুষ্টিয়া থেকে আনুমানিক ১১ বছরের একটু ছেলে বাচ্চা হারিয়ে গিয়েছে। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় বাচ্চাটি বিকেল পাঁচটার দিকে মাদ্রাসা থেকে বের হয়েছে কিন্তু মাদ্রাসায় আর ফিরে আসেনি, এমনকি বাড়িতেও যায়নি।
বাচ্চার নাম : আব্দুল আল মাসুম
বাবার নাম: মিন্টু
মায়ের নাম : রেহেনা খাতুন
গ্রাম : নগর মোহাম্মদপুর
ইউনিয়ন : জিয়ারোখি
যদি কোন সহৃদয়বান ব্যক্তি বাচ্চাটির সন্ধান পেয়ে থাকেন তাহলে বাচ্চার বাবার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
01855603385
বাচ্চার বাবার নাম্বার।
হারানো বিজ্ঞপ্তি : গতকাল সোমবার (২২ শে জুন) আনুমানিক বিকেল ৫ টার দিকে কুষ্টিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা, এন এস রোড, কুষ্টিয়া থেকে আনুমানিক ১১ বছরের একটু ছেলে বাচ্চা হারিয়ে গিয়েছে। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় বাচ্চাটি বিকেল পাঁচটার দিকে মাদ্রাসা থেকে বের হয়েছে কিন্তু মাদ্রাসায় আর ফিরে আসেনি, এমনকি বাড়িতেও যায়নি। বাচ্চার নাম : আব্দুল আল মাসুম বাবার নাম: মিন্টু মায়ের নাম : রেহেনা খাতুন গ্রাম : নগর মোহাম্মদপুর ইউনিয়ন : জিয়ারোখি যদি কোন সহৃদয়বান ব্যক্তি বাচ্চাটির সন্ধান পেয়ে থাকেন তাহলে বাচ্চার বাবার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 01855603385 বাচ্চার বাবার নাম্বার।0 Commentarii 0 Distribuiri 251 Views 0 previzualizare -
-
0 Commentarii 0 Distribuiri 280 Views 0 previzualizare
-
রোহিঙ্গাদের জায়গা হলে আমাদের কেন জায়গা হবে না : কুষ্টিয়া
বাদশা আলমগীর : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর প্রধান শেচ খালের পারের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।
উচ্ছেদ অভিযানের পরের দিন গতকাল (২২ জুন) রবিবার সকাল নয়টা থেকে ডিসি কোর্ট চত্বরে আন্দোলন করেন উচ্ছেদ হওয়া ভূমিহীনরা। তাদের একটাই দাবি থাকার মত জায়গা করে দিতে হবে। তাদের পুনর্বাসন করতে হবে।
ভূমিহীন রুমা বেগম বলেন, আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। আমাদের কোন নোটিশ ছাড়া উচ্ছেদ করেছে। গত ৩৫ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। আমাদের জন্ম এখানে। এই জায়গা আমরা কি করে ছাড়বো। এই জাইগা ছেড়ে দিলে কোথায় যাব। আমাদের যাওয়ার কোন যাইগা নাই। আমরা যেখানে আছি সেখানে আমরা ভালোভাবে থাকতে চাই।
আরেকজন ভূমিহীন বৃদ্ধ ঝন্টু বলেন, আমরা দীর্ঘ ৪৫ বছর ধরে এই ক্যানেলে বসবাস করি। আমাদের এখানে প্রভাবশালী কিছু মানুষ হুমকি ধামকি দিয়ে, মামলা হামলার ভয় দেখিয়ে আমাদের উচ্ছেদ করেছে। আমাদের উঠে যাবার জন্য যেই সময় দিয়েছিল তার আগেই উচ্ছেদ করেছে। আমরা টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চায় না। আমরা ডিসি স্যারের কাছে আসছি আমাদের একটু থাকার জায়গা করে দেন।
রোমেছা নামের আরেকজন ভূমিহীন বলেন, আমরা ক্যানেলের জায়গাতে বসবাস করি একটুখানি জায়গার ভিতরে আমরা বাচ্চাকাচ্চা নিয়ে থাকি। আমাদের যাওয়ার কোন জায়গা নাই। দুইদিন আগে মাইকিং করে পরের দিন আমাদের উচ্ছেদ করে দেয়। এখন আমরা এই বাচ্চাকাচ্চা নিয়ে কোথায় যাব। তিনি আরো বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গারা এসে বাংলাদেশে যদি জায়গা পাই তাহলে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কেন জায়গা পাবো না। আমার বাপ দাদা চৌদ্দগুষ্টি বাংলাদেশে নারী পোতা, আমরা কেন জায়গা পাবনা। আমরা এখন ডিসি স্যারের কাছে আসছি আমাদের একটাই দাবি আমরা যেখানে ছিলাম ওখানে থাকতে চাই।
এছাড়া উচ্ছেদ হওয়া ভূমিহীনরা আরো বলেন, আমরা এখানে ফ্রি থাকিনা সরকারকে ট্যাক্স দিয়ে এখানে থাকি।
আন্দোলনের একপর্যায়ে দুপুর ১টার সময় জেলা প্রশাসক বরাবর লিখিত দরখাস্ত প্রদান করা হয়। জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো।
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌড়হাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান ।
এছাড়াও এ সময় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে প্রায় ৩৫টি ছোটবড় অবৈধ কাঁচা-ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয়।রোহিঙ্গাদের জায়গা হলে আমাদের কেন জায়গা হবে না : কুষ্টিয়া বাদশা আলমগীর : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর প্রধান শেচ খালের পারের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। উচ্ছেদ অভিযানের পরের দিন গতকাল (২২ জুন) রবিবার সকাল নয়টা থেকে ডিসি কোর্ট চত্বরে আন্দোলন করেন উচ্ছেদ হওয়া ভূমিহীনরা। তাদের একটাই দাবি থাকার মত জায়গা করে দিতে হবে। তাদের পুনর্বাসন করতে হবে। ভূমিহীন রুমা বেগম বলেন, আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। আমাদের কোন নোটিশ ছাড়া উচ্ছেদ করেছে। গত ৩৫ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। আমাদের জন্ম এখানে। এই জায়গা আমরা কি করে ছাড়বো। এই জাইগা ছেড়ে দিলে কোথায় যাব। আমাদের যাওয়ার কোন যাইগা নাই। আমরা যেখানে আছি সেখানে আমরা ভালোভাবে থাকতে চাই। আরেকজন ভূমিহীন বৃদ্ধ ঝন্টু বলেন, আমরা দীর্ঘ ৪৫ বছর ধরে এই ক্যানেলে বসবাস করি। আমাদের এখানে প্রভাবশালী কিছু মানুষ হুমকি ধামকি দিয়ে, মামলা হামলার ভয় দেখিয়ে আমাদের উচ্ছেদ করেছে। আমাদের উঠে যাবার জন্য যেই সময় দিয়েছিল তার আগেই উচ্ছেদ করেছে। আমরা টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চায় না। আমরা ডিসি স্যারের কাছে আসছি আমাদের একটু থাকার জায়গা করে দেন। রোমেছা নামের আরেকজন ভূমিহীন বলেন, আমরা ক্যানেলের জায়গাতে বসবাস করি একটুখানি জায়গার ভিতরে আমরা বাচ্চাকাচ্চা নিয়ে থাকি। আমাদের যাওয়ার কোন জায়গা নাই। দুইদিন আগে মাইকিং করে পরের দিন আমাদের উচ্ছেদ করে দেয়। এখন আমরা এই বাচ্চাকাচ্চা নিয়ে কোথায় যাব। তিনি আরো বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গারা এসে বাংলাদেশে যদি জায়গা পাই তাহলে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কেন জায়গা পাবো না। আমার বাপ দাদা চৌদ্দগুষ্টি বাংলাদেশে নারী পোতা, আমরা কেন জায়গা পাবনা। আমরা এখন ডিসি স্যারের কাছে আসছি আমাদের একটাই দাবি আমরা যেখানে ছিলাম ওখানে থাকতে চাই। এছাড়া উচ্ছেদ হওয়া ভূমিহীনরা আরো বলেন, আমরা এখানে ফ্রি থাকিনা সরকারকে ট্যাক্স দিয়ে এখানে থাকি। আন্দোলনের একপর্যায়ে দুপুর ১টার সময় জেলা প্রশাসক বরাবর লিখিত দরখাস্ত প্রদান করা হয়। জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌড়হাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান । এছাড়াও এ সময় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে প্রায় ৩৫টি ছোটবড় অবৈধ কাঁচা-ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয়।0 Commentarii 0 Distribuiri 314 Views 0 previzualizare -
অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ৩নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, সে তার নাম, পরিচয় কিছুই বলতে পারছে না। কেউ যদি তাকে চিনে থাকেন তাহলে তার পরিবারের ব্যাক্তিদের সাথে যোগাযোগ করে তাদের জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
S.I= লিখন (01731-197052)
কাজল=(01970-244657)অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ৩নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, সে তার নাম, পরিচয় কিছুই বলতে পারছে না। কেউ যদি তাকে চিনে থাকেন তাহলে তার পরিবারের ব্যাক্তিদের সাথে যোগাযোগ করে তাদের জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। S.I= লিখন (01731-197052) কাজল=(01970-244657) -
Mai multe povesti