PR পদ্ধতি আর বাংলাদেশ

0
406

PR পদ্ধতি আর বাংলাদেশ। 

আজকে বাংলাদেশের বয়স ৫৪ বছর হলো, বাংলাদেশ পরিচালনার জন্য ৫৪টি রাজনৈতিক দলও হয়েছে, মাগার দেশ বান্ধব দল মাত্র ১টি।

একটি মাত্র রাজনৈতিক দল আছে যা দেশের জন্য কাজ করে। আর বাকি সব, কেউ বা দলের জন্যে, কেউ নিজের জন্যে, কেউ বা স্বার্থ হাছিলের জন্যে। কেউ এক ঘরোয়ানা মানুষ নিয়ে, আবার কেউ বা আছে দু'ঘরোয়ানার মানুষ নিয়ে কাজ করে। 

সেইটা আবার কোন রাজনৈতিক দল, হ্যা এটাই প্রশ্ন হওয়াটা সাভাবিক। তাহলে শুনুন সেই দলের নাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশঃ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল। যে দলের মধ্যে সকল ঘরোয়ানার মানুষ, সমানভাবে কাজ করে। 

আপনারা বলতে পারেন যে, কথা হবে PR পদ্ধতি নিয়ে, তাতে আবার দল টানাটানির কি কারণ। হ্যা ভাই, কারণ তো আছেই। এই কারণটাই বলে দেবে PR পদ্ধতি কি জিনিস। 

রাজনৈতিক দলগুলোর সাথে PR পদ্ধতির মিল যেভাবে হয়।

১. গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে, এই বাংলাদেশে। তারা তাদের দল সহ নিজেরাও সবাই, দেশদ্রোহী বিশ্বাসঘাতক। আমাকে যদি বলেন তার প্রমাণ দেখাও,। তখন আমি বলবো,  বিগত  ৫৪বছর ছিলো গণতান্ত্রিকের মানসে দেশ রাষ্ট্র যন্ত্র চলমান, আর উপাধি হলো দুর্নীতিতে "ট্রপিহীন বিশ্ব চ্যাম্পিয়ন"। ও এখানেও PR পদ্ধতির গন্ধ বা মিল পেলে না তাই তো।

তাহলে আরেকটু আগে বাড়ান, চলুন PR পদ্ধতির মিল কোথায় আছে, 

বাংলাদেশে বিভিন্ন সময় ভোট হয়েছে, সংসদীয়সহ স্থানীয়। এখানেও হয়েছে বাণিজ্যিক খেলা, রক্ত নিয়ে খেলা, জীবন দিয়েও অনেকে এই খেলার প্রতিযোগী হয়েছে।  এতে জীবন দানকারীর কানাকড়ি উপকার না হলেও, খিলাড়ির ঠিক উপকার হয়েছে, খিলাড়ি পেয়েছে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে "ক্ষমতার চেয়ার"

এতো ওতো কায়দা করেও যখন দেশে, ইসলাম দেশ ও মানবতার কোন উন্নতি নেই। ঠিক সেই ক্রান্তিলগ্নে,  পীর সাহেব চরমোনাই, গত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন থেকে রাজপথে PR পদ্ধতি নিয়ে। 

PR পদ্ধতি কে চাই নাঃ-

যারাই আওয়ামী মার্কা, তারাই চাই না। বর্তমানে দেখা যাচ্ছে,  বিএনপি আওয়ামী লীগের রুপে দেশে আবির্ভাব ঘটায়ছে। সুতরাং বিএনপিসহ এই জাতীয় সমমনায়ের দলগুলো PR পদ্ধতি চাই না। 

লিখা চলবে...........

Zoeken
Categorieën
Read More
Spellen
QQMAMIBET Situs Judi Sportsbook Bocoran Aman Terbesar
QQMAMIBET Situs Judi Sportsbook Bocoran Aman Terbesar QQMAMIBET Situs Game Slot dengan Scatter...
By QQMAMIBET HOKI 2025-06-25 23:36:46 0 4K
Other
Top 5 Natural Stone Wall Cladding Ideas for Modern Interiors
In modern interior design, the fusion of natural textures with contemporary aesthetics is more...
By Earth Stona 2025-08-07 05:54:47 0 3K
Other
Safety Retractable Belt Barriers: A Practical, High-Visibility Solution for Modern Workspaces
In workplaces where safety, organization, and crowd control are essential, safety...
By Crowd Control Company 2025-07-06 13:22:06 0 4K
Bangladesh
কুবিতে নবীনদের সকালে বরণ, দুপুরে  র‍্যাগিং 
কুবিতে নবীনদের সকালে বরণ, দুপুরে  র‍্যাগিং  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)...
By Tanvir Salam Ornob 2025-07-03 14:41:45 0 4K
SUBSCRIPTIONS CONTENT
Eidok App https://eidok.com