PR পদ্ধতি আর বাংলাদেশ

0
412

PR পদ্ধতি আর বাংলাদেশ। 

আজকে বাংলাদেশের বয়স ৫৪ বছর হলো, বাংলাদেশ পরিচালনার জন্য ৫৪টি রাজনৈতিক দলও হয়েছে, মাগার দেশ বান্ধব দল মাত্র ১টি।

একটি মাত্র রাজনৈতিক দল আছে যা দেশের জন্য কাজ করে। আর বাকি সব, কেউ বা দলের জন্যে, কেউ নিজের জন্যে, কেউ বা স্বার্থ হাছিলের জন্যে। কেউ এক ঘরোয়ানা মানুষ নিয়ে, আবার কেউ বা আছে দু'ঘরোয়ানার মানুষ নিয়ে কাজ করে। 

সেইটা আবার কোন রাজনৈতিক দল, হ্যা এটাই প্রশ্ন হওয়াটা সাভাবিক। তাহলে শুনুন সেই দলের নাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশঃ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল। যে দলের মধ্যে সকল ঘরোয়ানার মানুষ, সমানভাবে কাজ করে। 

আপনারা বলতে পারেন যে, কথা হবে PR পদ্ধতি নিয়ে, তাতে আবার দল টানাটানির কি কারণ। হ্যা ভাই, কারণ তো আছেই। এই কারণটাই বলে দেবে PR পদ্ধতি কি জিনিস। 

রাজনৈতিক দলগুলোর সাথে PR পদ্ধতির মিল যেভাবে হয়।

১. গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে, এই বাংলাদেশে। তারা তাদের দল সহ নিজেরাও সবাই, দেশদ্রোহী বিশ্বাসঘাতক। আমাকে যদি বলেন তার প্রমাণ দেখাও,। তখন আমি বলবো,  বিগত  ৫৪বছর ছিলো গণতান্ত্রিকের মানসে দেশ রাষ্ট্র যন্ত্র চলমান, আর উপাধি হলো দুর্নীতিতে "ট্রপিহীন বিশ্ব চ্যাম্পিয়ন"। ও এখানেও PR পদ্ধতির গন্ধ বা মিল পেলে না তাই তো।

তাহলে আরেকটু আগে বাড়ান, চলুন PR পদ্ধতির মিল কোথায় আছে, 

বাংলাদেশে বিভিন্ন সময় ভোট হয়েছে, সংসদীয়সহ স্থানীয়। এখানেও হয়েছে বাণিজ্যিক খেলা, রক্ত নিয়ে খেলা, জীবন দিয়েও অনেকে এই খেলার প্রতিযোগী হয়েছে।  এতে জীবন দানকারীর কানাকড়ি উপকার না হলেও, খিলাড়ির ঠিক উপকার হয়েছে, খিলাড়ি পেয়েছে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে "ক্ষমতার চেয়ার"

এতো ওতো কায়দা করেও যখন দেশে, ইসলাম দেশ ও মানবতার কোন উন্নতি নেই। ঠিক সেই ক্রান্তিলগ্নে,  পীর সাহেব চরমোনাই, গত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন থেকে রাজপথে PR পদ্ধতি নিয়ে। 

PR পদ্ধতি কে চাই নাঃ-

যারাই আওয়ামী মার্কা, তারাই চাই না। বর্তমানে দেখা যাচ্ছে,  বিএনপি আওয়ামী লীগের রুপে দেশে আবির্ভাব ঘটায়ছে। সুতরাং বিএনপিসহ এই জাতীয় সমমনায়ের দলগুলো PR পদ্ধতি চাই না। 

লিখা চলবে...........

Căutare
Categorii
Citeste mai mult
Bangladesh
জামালপুরের মেলান্দহ থানায় কনেস্টবল আব্দুস সোবহানের এর বিদায় অনুষ্ঠান।
ফুলসজ্জিত গাড়িবহর ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন কনস্টেবল মো: আব্দুস সোবহান। বুধবার...
By ABADAD ALI 2025-08-01 06:37:08 0 3K
Opinion
অনলাইনে সহজ ও নিরাপদ আয়ের নতুন সুযোগ: Eidok অ্যাফিলিয়েট প্রোগ্রাম
  অনলাইনে সহজ ও নিরাপদ আয়ের নতুন সুযোগ: Eidok অ্যাফিলিয়েট প্রোগ্রাম বর্তমান যুগে অনলাইন আয়ের...
By Towfiq Sultan 2025-08-10 09:12:30 0 2K
Alte
How to Handle an Amex Lawsuit and Amex Xredit Card Debt
If you're facing Amex credit card debt, you may eventually be at risk of an Amex lawsuit....
By Finance Service 2025-07-02 14:05:43 0 3K
Alte
Safety Retractable Belt Barriers: A Practical, High-Visibility Solution for Modern Workspaces
In workplaces where safety, organization, and crowd control are essential, safety...
By Crowd Control Company 2025-07-06 13:22:06 0 4K
Alte
Professional experience the Ease of Indian Grocery Shopping in Germany
For many Indian food enthusiasts living abroad, finding authentic ingredients can be a challenge....
By Spice Village 2025-06-10 17:32:29 0 7K
Eidok App https://eidok.com