Πρόσφατες ενημερώσεις


  • “আজ শনিবার (১৬ আগস্ট) নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ির উদ্যোগে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ব্রত পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় স্থানীয় ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।”



    “আজ শনিবার (১৬ আগস্ট) নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ির উদ্যোগে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ব্রত পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় স্থানীয় ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।”
    Like
    2
    0 Σχόλια 0 Μοιράστηκε 1χλμ. Views 19 0 Προεπισκόπηση


  • “আজ শনিবার (১৬ আগস্ট) নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ির উদ্যোগে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ব্রত পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় স্থানীয় ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।”



    “আজ শনিবার (১৬ আগস্ট) নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ির উদ্যোগে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ব্রত পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় স্থানীয় ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।”
    Yay
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 1χλμ. Views 17 0 Προεπισκόπηση
  • গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরপুর প্রেসক্লাবের  উদ্যোগে আজ রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরপুর প্রেসক্লাবের  উদ্যোগে আজ রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    0 Σχόλια 0 Μοιράστηκε 2χλμ. Views 11 0 Προεπισκόπηση
  • নাগরপুর জমিদার বাড়ি।
    নাগরপুর জমিদার বাড়ি।
    0 Σχόλια 0 Μοιράστηκε 1χλμ. Views 46 0 Προεπισκόπηση
  • 0 Σχόλια 0 Μοιράστηκε 1χλμ. Views 0 Προεπισκόπηση





  • নাগরপুরবাসীর প্রাণের দাবি—সরকারি কলেজের পাশে হোক মডেল মসজি।
    আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে নাগরপুর উপজেলার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের পাশে সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এক বিশাল গণজমায়েত করেন। তাদের প্রধান ও একতাবদ্ধ দাবি—সরকারি কলেজের পাশে স্থাপিত হোক একটি পূর্ণাঙ্গ মডেল মসজিদ।

    সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, নাগরপুরের প্রায় ৯৯% মানুষ মনে করেন, মডেল মসজিদের জন্য সরকারি কলেজ সংলগ্ন এলাকাটি সবচেয়ে উপযুক্ত স্থান। কারণ, এ জায়গাটি নাগরপুর উপজেলার কেন্দ্রবিন্দুতে এবং মানুষের চলাচলের সুবিধাজনক স্থানে অবস্থিত।

    একজন বয়োজ্যেষ্ঠ মুসল্লি বলেন, “এই জায়গাটাই সবচেয়ে ভালো। কলেজের পাশে হলে ছাত্ররা নামাজের প্রতি আরও উৎসাহিত হবে, আর এলাকাবাসীও সহজেই উপকৃত হতে পারবে।”

    বক্তারা আরও বলেন, “এটা কোনো রাজনৈতিক দাবি নয়। এটা জনগণের ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মত প্রকাশ করেছি। প্রশাসনের প্রতি আহ্বান, কোনো বিতর্ক সৃষ্টি না করে জনগণের এ দাবিকে বাস্তবে রূপ দিন।”

    এই সময় উপস্থিত ছিলেন—বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম, সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি সাদিকুর রহমান, মো. মোশাররফ হোসেন মুসা, মো. গোলাম মোস্তফা গোলাম, সাইদ আলী স্বাধীন, লুৎফর রহমান, মীর মুফতিক শৈবাল, রাজিব আহমেদসহ আরও অনেক ধর্মপ্রাণ জনতা ও স্থানীয় বিশিষ্টজন।




    নাগরপুরবাসীর প্রাণের দাবি—সরকারি কলেজের পাশে হোক মডেল মসজি। আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে নাগরপুর উপজেলার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের পাশে সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এক বিশাল গণজমায়েত করেন। তাদের প্রধান ও একতাবদ্ধ দাবি—সরকারি কলেজের পাশে স্থাপিত হোক একটি পূর্ণাঙ্গ মডেল মসজিদ। সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, নাগরপুরের প্রায় ৯৯% মানুষ মনে করেন, মডেল মসজিদের জন্য সরকারি কলেজ সংলগ্ন এলাকাটি সবচেয়ে উপযুক্ত স্থান। কারণ, এ জায়গাটি নাগরপুর উপজেলার কেন্দ্রবিন্দুতে এবং মানুষের চলাচলের সুবিধাজনক স্থানে অবস্থিত। একজন বয়োজ্যেষ্ঠ মুসল্লি বলেন, “এই জায়গাটাই সবচেয়ে ভালো। কলেজের পাশে হলে ছাত্ররা নামাজের প্রতি আরও উৎসাহিত হবে, আর এলাকাবাসীও সহজেই উপকৃত হতে পারবে।” বক্তারা আরও বলেন, “এটা কোনো রাজনৈতিক দাবি নয়। এটা জনগণের ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মত প্রকাশ করেছি। প্রশাসনের প্রতি আহ্বান, কোনো বিতর্ক সৃষ্টি না করে জনগণের এ দাবিকে বাস্তবে রূপ দিন।” এই সময় উপস্থিত ছিলেন—বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম, সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি সাদিকুর রহমান, মো. মোশাররফ হোসেন মুসা, মো. গোলাম মোস্তফা গোলাম, সাইদ আলী স্বাধীন, লুৎফর রহমান, মীর মুফতিক শৈবাল, রাজিব আহমেদসহ আরও অনেক ধর্মপ্রাণ জনতা ও স্থানীয় বিশিষ্টজন।
    0 Σχόλια 0 Μοιράστηκε 3χλμ. Views 33 0 Προεπισκόπηση
και άλλες ιστορίες
Eidok https://eidok.com