• #PakistantheatomNews #pakistantheatom #Pakistanattack #পাকিস্তাননিউজ #pakistaniranrelations #pakistansupportsiran #iran #israel #iranisraelwar #IsraelIranWar #MiddleEastTension #fight #iranAttacks #iranisraelwar #iranmilitary #middleeast #war #iranisraelconflict #iranattacknews

    ‘ইসরায়েলে প'র'মাণু হা'ম'লা চালাবে পাকিস্তান’ | Iran-Israel | Pakistan | Daily Jugantor


    যেভাবে ইরান-ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা চলছে তাতে যে কোন সময় পরামাণু হামলা চালিয়ে বসতে পারে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যে আলোচনায় এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান।

    মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বড়সড় ইঙ্গিত দিয়েছেন ইরানি রেভোলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায়, তাহলে তার ‘মারাত্মক জবাব’ দেবে পাকিস্তান। ওই ইরানি জেনারেল জানিয়েছেন, ইসলামাবাদ এই আশ্বাস দিয়েছে—তেহরানে পারমাণবিক আঘাত এলে তারা ইসরায়েল লক্ষ্য করে একই ধরনের জবাব দেবে। অর্থাৎ পাকিস্তান ইসরায়েলে পরমাণু হামলা চালাবে।

    ইরানের দাবি, পাকিস্তান শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। মুসলিম বিশ্বকে এক প্ল্যাটফর্মে আনার কথাও উঠেছে আলোচনায়। দুই দেশের সম্পর্কের ইতিহাসে উত্থান-পতনের পর আবারও ঘনিষ্ঠতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ইরানি পক্ষ দাবি করছে, তাদের কাছে এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে যা এখনো সামনে আনা হয়নি।সম্প্রতি দু’দেশের সম্পর্কে উষ্ণতা ফিরে এসেছে। মুসলিম বিশ্বের ঐক্যের ডাকও উঠে এসেছে আলোচনায়। যদিও পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে।
    #PakistantheatomNews #pakistantheatom #Pakistanattack #পাকিস্তাননিউজ #pakistaniranrelations #pakistansupportsiran #iran #israel #iranisraelwar #IsraelIranWar #MiddleEastTension #fight #iranAttacks #iranisraelwar #iranmilitary #middleeast #war #iranisraelconflict #iranattacknews ‘ইসরায়েলে প'র'মাণু হা'ম'লা চালাবে পাকিস্তান’ | Iran-Israel | Pakistan | Daily Jugantor যেভাবে ইরান-ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা চলছে তাতে যে কোন সময় পরামাণু হামলা চালিয়ে বসতে পারে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যে আলোচনায় এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বড়সড় ইঙ্গিত দিয়েছেন ইরানি রেভোলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায়, তাহলে তার ‘মারাত্মক জবাব’ দেবে পাকিস্তান। ওই ইরানি জেনারেল জানিয়েছেন, ইসলামাবাদ এই আশ্বাস দিয়েছে—তেহরানে পারমাণবিক আঘাত এলে তারা ইসরায়েল লক্ষ্য করে একই ধরনের জবাব দেবে। অর্থাৎ পাকিস্তান ইসরায়েলে পরমাণু হামলা চালাবে। ইরানের দাবি, পাকিস্তান শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। মুসলিম বিশ্বকে এক প্ল্যাটফর্মে আনার কথাও উঠেছে আলোচনায়। দুই দেশের সম্পর্কের ইতিহাসে উত্থান-পতনের পর আবারও ঘনিষ্ঠতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ইরানি পক্ষ দাবি করছে, তাদের কাছে এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে যা এখনো সামনে আনা হয়নি।সম্প্রতি দু’দেশের সম্পর্কে উষ্ণতা ফিরে এসেছে। মুসলিম বিশ্বের ঐক্যের ডাকও উঠে এসেছে আলোচনায়। যদিও পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে।
    0 Комментарии 0 Поделились 4Кб Просмотры 17 0 предпросмотр
Eidok App https://eidok.com