• কুষ্টিয়ায় কেসিএফ আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।।

    জাকির হোসেন।। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় প্রাণবন্ত এক সাংস্কৃতিক আড্ডায় মিলিত হলেন কুষ্টিয়ার বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। কুষ্টিয়া কালচারাল ফোরাম (কেসিএফ) এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের এন এস রোডের চিলিস ফুট পার্কে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল থিয়েটারের সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদার। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার বিশিষ্ট সমাজসেবক, ভাবের হাটের সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্রিয় সদস্য আব্দুর রাজ্জাক।

    সভায় বক্তারা কুষ্টিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য, সংগীতচর্চার ধারাবাহিকতা এবং আধুনিক প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাঁরা মনে করেন, লালন, রবীন্দ্রনাথ, নজরুল ও বাউলগানের মতো ঐতিহ্যকে ধারণ করে কুষ্টিয়া দেশীয় সংস্কৃতির এক উজ্জ্বল বাতিঘর। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

    প্রধান অতিথি পারভেজ মাজমাদার বলেন, “কুষ্টিয়া শুধু ব্যবসা-বাণিজ্যের জন্য নয়, সংস্কৃতির ক্ষেত্রেও সারা দেশে অগ্রগণ্য। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাঁচিয়ে রাখা মানে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তন ধরে রাখা।”

    সভাপতি আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, “সংস্কৃতি হলো সমাজের প্রাণ। ভাবের হাট ও রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কেসিএফ-এর উদ্যোগও আমাদের তরুণ প্রজন্মকে মানবিক ও সাংস্কৃতিক চেতনার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    আলোচনা শেষে মুক্ত মতবিনিময়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনার দিকগুলো উঠে আসে। বক্তারা কুষ্টিয়াকে একটি সংস্কৃতি রাজধানী ও“সংস্কৃতির মডেল জেলা” হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

    সাংস্কৃতিক অঙ্গনের নানা স্তরের ব্যক্তিবর্গ, সংগঠক, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা এই সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।
    কুষ্টিয়ায় কেসিএফ আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।। জাকির হোসেন।। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় প্রাণবন্ত এক সাংস্কৃতিক আড্ডায় মিলিত হলেন কুষ্টিয়ার বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। কুষ্টিয়া কালচারাল ফোরাম (কেসিএফ) এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের এন এস রোডের চিলিস ফুট পার্কে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল থিয়েটারের সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদার। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার বিশিষ্ট সমাজসেবক, ভাবের হাটের সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্রিয় সদস্য আব্দুর রাজ্জাক। সভায় বক্তারা কুষ্টিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য, সংগীতচর্চার ধারাবাহিকতা এবং আধুনিক প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাঁরা মনে করেন, লালন, রবীন্দ্রনাথ, নজরুল ও বাউলগানের মতো ঐতিহ্যকে ধারণ করে কুষ্টিয়া দেশীয় সংস্কৃতির এক উজ্জ্বল বাতিঘর। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। প্রধান অতিথি পারভেজ মাজমাদার বলেন, “কুষ্টিয়া শুধু ব্যবসা-বাণিজ্যের জন্য নয়, সংস্কৃতির ক্ষেত্রেও সারা দেশে অগ্রগণ্য। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাঁচিয়ে রাখা মানে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তন ধরে রাখা।” সভাপতি আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, “সংস্কৃতি হলো সমাজের প্রাণ। ভাবের হাট ও রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কেসিএফ-এর উদ্যোগও আমাদের তরুণ প্রজন্মকে মানবিক ও সাংস্কৃতিক চেতনার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” আলোচনা শেষে মুক্ত মতবিনিময়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনার দিকগুলো উঠে আসে। বক্তারা কুষ্টিয়াকে একটি সংস্কৃতি রাজধানী ও“সংস্কৃতির মডেল জেলা” হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। সাংস্কৃতিক অঙ্গনের নানা স্তরের ব্যক্তিবর্গ, সংগঠক, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা এই সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।
    0 التعليقات 1 المشاركات 321 مشاهدة 0 معاينة
  • চট্টগ্রাম জিইসি মোড়ে বিউটি পার্লার থেকে প্রিয়াঙ্কা বিশ্বাসের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাদিয়াস মেকওভারের ওয়াশরুম থেকে মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়।
    চট্টগ্রাম জিইসি মোড়ে বিউটি পার্লার থেকে প্রিয়াঙ্কা বিশ্বাসের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাদিয়াস মেকওভারের ওয়াশরুম থেকে মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়।
    0 التعليقات 0 المشاركات 582 مشاهدة 0 معاينة
  • আজ কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন ।

    জাকির হোসেন।। আজ ৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন আজ । ১৯৭৬ সালের এ দিনে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাসে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মৃত মুন্সী খলিল উদ্দীন ও মা আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়।

    আদিত্য ১৯৯১ সালে কুষ্টিয়া জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৯৩ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে অনার্স ও ২০০১ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

    আদিত্য শাহীন ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক সূত্রপাত’ পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ‘দৈনিক আন্দোলনের বাজার’র বার্তা সম্পাদক, ২০০০ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খোলা কাগজের’ বার্তা সম্পাদক, ২০০৩ সালে ‘দৈনিক পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও একই বছরের মে মাসে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ এ ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও প্রোগ্রাম রিসার্চচার হিসেবে যোগ দেন। ওই সময় তিনি চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের গবেষণা ও পাণ্ডলিপি লেখার দায়িত্ব পালন করতেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে তিনি বার্তা সম্পাদক পদে কর্মরত।

    এ সাংবাদিক ১৯৯০ সাল থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন। ২০০৭ সালে তার লেখা শিশুতোষ গ্রন্থ ‘ভেবলুর গালিভার’, ২০১০ সালে কাব্যগ্রন্থ ‘ওগো মোর দেহপ্রভু’ প্রকাশিত হয়। এ ছাড়া তার সম্পাদিত অনেক বইও প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শাইখ সিরাজের জীবন ও কর্ম নিয়ে ‘সান অব দ্য সয়েল’, রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মারক গ্রন্থ, চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান নিয়ে সারাদেশের দর্শকদের নিবন্ধনের সংকলন ‘জনভাষ্য’ এর ১ থেকে ৬টি খণ্ড সম্পাদনা। পাশাপাশি ১৯৯০ সালে লিটল ম্যাগাজিন ‘নিরীখ’ ও ১৯৯২ সালে ‘ছড়াপত্র ডিনামাইট’ এর সম্পাদনাও করেন।

    আদিত্য মাসিক সমালোচনাপত্র ‘ক্রিটিক’ ও নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    আদিত্য শাহীন ২০০৪ সালের ৬ ডিসেম্বর লায়লা খালেদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।তিনি দুই কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী লায়লা ‘ক্রিটিক’ ও ‘পারি’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক পদে কর্মরত।

    আদিত্য শাহীনের পছন্দের রং ক্রিম ও ফুল গোলাপ। খেতে ভালবাসেন সব ধরনের দেশী খাবার। আর অবসরে তিনি ছবি আঁকতে ও লেখালেখি করতেই পছন্দ করেন।

    তিনি সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৬ সালে কুষ্টিয়ার অনিকস একাডেমির ‘শ্রেষ্ঠ তরুণ সাংবাদিক’ পুরস্কার পান।

    জন্মদিনে জানাই শুভ কামনা।
    আজ কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন । জাকির হোসেন।। আজ ৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন আজ । ১৯৭৬ সালের এ দিনে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাসে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মৃত মুন্সী খলিল উদ্দীন ও মা আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। আদিত্য ১৯৯১ সালে কুষ্টিয়া জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৯৩ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে অনার্স ও ২০০১ সালে মাস্টার্স সম্পন্ন করেন। আদিত্য শাহীন ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক সূত্রপাত’ পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ‘দৈনিক আন্দোলনের বাজার’র বার্তা সম্পাদক, ২০০০ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খোলা কাগজের’ বার্তা সম্পাদক, ২০০৩ সালে ‘দৈনিক পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও একই বছরের মে মাসে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ এ ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও প্রোগ্রাম রিসার্চচার হিসেবে যোগ দেন। ওই সময় তিনি চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের গবেষণা ও পাণ্ডলিপি লেখার দায়িত্ব পালন করতেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে তিনি বার্তা সম্পাদক পদে কর্মরত। এ সাংবাদিক ১৯৯০ সাল থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন। ২০০৭ সালে তার লেখা শিশুতোষ গ্রন্থ ‘ভেবলুর গালিভার’, ২০১০ সালে কাব্যগ্রন্থ ‘ওগো মোর দেহপ্রভু’ প্রকাশিত হয়। এ ছাড়া তার সম্পাদিত অনেক বইও প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শাইখ সিরাজের জীবন ও কর্ম নিয়ে ‘সান অব দ্য সয়েল’, রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মারক গ্রন্থ, চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান নিয়ে সারাদেশের দর্শকদের নিবন্ধনের সংকলন ‘জনভাষ্য’ এর ১ থেকে ৬টি খণ্ড সম্পাদনা। পাশাপাশি ১৯৯০ সালে লিটল ম্যাগাজিন ‘নিরীখ’ ও ১৯৯২ সালে ‘ছড়াপত্র ডিনামাইট’ এর সম্পাদনাও করেন। আদিত্য মাসিক সমালোচনাপত্র ‘ক্রিটিক’ ও নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আদিত্য শাহীন ২০০৪ সালের ৬ ডিসেম্বর লায়লা খালেদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।তিনি দুই কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী লায়লা ‘ক্রিটিক’ ও ‘পারি’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক পদে কর্মরত। আদিত্য শাহীনের পছন্দের রং ক্রিম ও ফুল গোলাপ। খেতে ভালবাসেন সব ধরনের দেশী খাবার। আর অবসরে তিনি ছবি আঁকতে ও লেখালেখি করতেই পছন্দ করেন। তিনি সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৬ সালে কুষ্টিয়ার অনিকস একাডেমির ‘শ্রেষ্ঠ তরুণ সাংবাদিক’ পুরস্কার পান। জন্মদিনে জানাই শুভ কামনা।
    0 التعليقات 0 المشاركات 729 مشاهدة 0 معاينة
  • বিজয়ী হলে শিক্ষার্থীবান্ধব ইশতেহার বাস্তবায়ন করবেন স্বতন্ত্র প্রার্থী ইমরান মিয়া।

    #সংবাদমুহূর্ত #muhurtonewsnetwork #muhurtonewscommunity #muhurtonewsupdates #muhurtonews #শিক্ষার্থী #ডাকসু #নির্বাচন #স্বতন্ত্রপ্রার্থী #ইমরানমিয়া #BreakingNews #মোসাদ্দেক_রাফিও #MosaddekHossainEmon #Rafio
    বিজয়ী হলে শিক্ষার্থীবান্ধব ইশতেহার বাস্তবায়ন করবেন স্বতন্ত্র প্রার্থী ইমরান মিয়া। #সংবাদমুহূর্ত #muhurtonewsnetwork #muhurtonewscommunity #muhurtonewsupdates #muhurtonews #শিক্ষার্থী #ডাকসু #নির্বাচন #স্বতন্ত্রপ্রার্থী #ইমরানমিয়া #BreakingNews #মোসাদ্দেক_রাফিও #MosaddekHossainEmon #Rafio
    Love
    1
    0 التعليقات 0 المشاركات 2كيلو بايت مشاهدة 13 0 معاينة
  • গোবিন্দগঞ্জের নাকাই হাট এর বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের মৃত্যু
    রিপোর্ট: খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার
    গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই হাট এর বিশিষ্ট ইট ও পরিবহন ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ সরকার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাটের প্রখ্যাত ইট ও পরিবহন ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ সরকার আজ সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    সাজ্জাদুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তিনি আজ সকাল নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    সাজ্জাদুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ব্যবসায়িক সহযোগীরা গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    গোবিন্দগঞ্জের ব্যবসায়িক মহলে সাজ্জাদুর রহমান একজন পরিচিত মুখ ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ইটভাটা এবং পরিবহন ব্যবসা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর এই হঠাৎ মৃত্যুতে ব্যবসায়িক মহল এবং স্থানীয় জনগণ একজন প্রভাবশালী ও সফল ব্যবসায়ীক নেতা হারিয়েছে।

    তাঁর মৃত্যুর পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং রাজনীতিবিদরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন যে, সাজ্জাদুর রহমানের অবদান ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাঁরা।

    সাজ্জাদুর রহমানের মৃত্যুর ফলে গোবিন্দগঞ্জে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হবে না বলে মনে করেন স্থানীয়রা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী কিছুদিন নাকাই হাট এলাকায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

    তাঁর জানাজা বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নাকাই হাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গাইবান্ধার ব্যবসায়িক মহল এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
    গোবিন্দগঞ্জের নাকাই হাট এর বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের মৃত্যু রিপোর্ট: খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই হাট এর বিশিষ্ট ইট ও পরিবহন ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ সরকার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাটের প্রখ্যাত ইট ও পরিবহন ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ সরকার আজ সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাজ্জাদুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তিনি আজ সকাল নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাজ্জাদুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ব্যবসায়িক সহযোগীরা গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গোবিন্দগঞ্জের ব্যবসায়িক মহলে সাজ্জাদুর রহমান একজন পরিচিত মুখ ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ইটভাটা এবং পরিবহন ব্যবসা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর এই হঠাৎ মৃত্যুতে ব্যবসায়িক মহল এবং স্থানীয় জনগণ একজন প্রভাবশালী ও সফল ব্যবসায়ীক নেতা হারিয়েছে। তাঁর মৃত্যুর পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং রাজনীতিবিদরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন যে, সাজ্জাদুর রহমানের অবদান ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাঁরা। সাজ্জাদুর রহমানের মৃত্যুর ফলে গোবিন্দগঞ্জে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হবে না বলে মনে করেন স্থানীয়রা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী কিছুদিন নাকাই হাট এলাকায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর জানাজা বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নাকাই হাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গাইবান্ধার ব্যবসায়িক মহল এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
    1 التعليقات 0 المشاركات 589 مشاهدة 0 معاينة
  • জাহেলিয়াত যুগে প্রবেশ করলাম আমরা

    সম্পত্তির ভাগাভাগি জেরে আপন ভাইয়ের চোখ উঠিয়ে বাবা আশেদ বেপারী হাতে তুলে দিয়েছে অপর দুই ভাই রোকন বেপারী তার স্ত্রী ও মেয়ে, সপন বেপারী। এই ঘটনায় থমথমে পুরো এলাকায়। বরিশাল জেলার মুলাদি উপজেলা নাজিরপুর ইউনিয়ন সাহেবের চর গ্রামে এই ঘটনা ঘটে।
    জাহেলিয়াত যুগে প্রবেশ করলাম আমরা 😥😥 সম্পত্তির ভাগাভাগি জেরে আপন ভাইয়ের চোখ উঠিয়ে বাবা আশেদ বেপারী হাতে তুলে দিয়েছে অপর দুই ভাই রোকন বেপারী তার স্ত্রী ও মেয়ে, সপন বেপারী। এই ঘটনায় থমথমে পুরো এলাকায়। বরিশাল জেলার মুলাদি উপজেলা নাজিরপুর ইউনিয়ন সাহেবের চর গ্রামে এই ঘটনা ঘটে।
    0 التعليقات 0 المشاركات 307 مشاهدة 10 0 معاينة
  • চাঁদা দিতে অস্বীকার করায় শাহ সিমেন্ট কোম্পানির এক শ্রমজীবী গাড়িচালককে নির্মমভাবে থামিয়ে গাড়ির ভেতরে ঢুকে ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত করে ফেলে রেখে গেলো নেতাকর্মীরা। জীবন বাঁচানোর আকুতি উপেক্ষা করে তাকে রাস্তায় মৃতপ্রায় অবস্থায় ফেলে দেওয়া হলো— যেন মানুষের প্রাণ এখানে কেবল রাজনীতির খেলায় তুচ্ছ এক উপকরণ।

    এ কোন দেশে আমরা বেঁচে আছি? যেখানে শ্রমজীবী মানুষের ঘাম, রক্ত আর কান্না রাজনীতির দানবীয় গ্রাসে প্রতিদিন গ্রাসিত হয়! মনে হয়, বাংলাদেশ ধীরে ধীরে সোমালিয়ার চেয়েও ভয়ঙ্কর এক অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। হায়রে আমার প্রিয় বাংলাদেশ— তোমার বুক আজ রক্তে ভিজে যাচ্ছে, অথচ কেউ শুনছে না এই আর্তনাদ!
    চাঁদা দিতে অস্বীকার করায় শাহ সিমেন্ট কোম্পানির এক শ্রমজীবী গাড়িচালককে নির্মমভাবে থামিয়ে গাড়ির ভেতরে ঢুকে ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত করে ফেলে রেখে গেলো নেতাকর্মীরা। জীবন বাঁচানোর আকুতি উপেক্ষা করে তাকে রাস্তায় মৃতপ্রায় অবস্থায় ফেলে দেওয়া হলো— যেন মানুষের প্রাণ এখানে কেবল রাজনীতির খেলায় তুচ্ছ এক উপকরণ। এ কোন দেশে আমরা বেঁচে আছি? যেখানে শ্রমজীবী মানুষের ঘাম, রক্ত আর কান্না রাজনীতির দানবীয় গ্রাসে প্রতিদিন গ্রাসিত হয়! মনে হয়, বাংলাদেশ ধীরে ধীরে সোমালিয়ার চেয়েও ভয়ঙ্কর এক অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। হায়রে আমার প্রিয় বাংলাদেশ— তোমার বুক আজ রক্তে ভিজে যাচ্ছে, অথচ কেউ শুনছে না এই আর্তনাদ!
    0 التعليقات 0 المشاركات 624 مشاهدة 17 0 معاينة
  • ১৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার আজ ছিল শেষ দিন। তবে শেষ দিনে ট্র্যাকে পড়ে গিয়ে চোট নিয়ে মাঠ ছাড়লেন ইমরানুর রহমান। আগের দিন ১০০ মিটারে পুনরুদ্ধার করেছেন সেরার মুকুট, কিন্তু ২০০ মিটারে আর পারলেন না তিনি।
    ১৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার আজ ছিল শেষ দিন। তবে শেষ দিনে ট্র্যাকে পড়ে গিয়ে চোট নিয়ে মাঠ ছাড়লেন ইমরানুর রহমান। আগের দিন ১০০ মিটারে পুনরুদ্ধার করেছেন সেরার মুকুট, কিন্তু ২০০ মিটারে আর পারলেন না তিনি।
    Like
    Love
    2
    0 التعليقات 0 المشاركات 468 مشاهدة 0 معاينة
  • আজ ৭ই ভাদ্র—২২আগষ্ট
    মাইজভাণ্ডার দরবার শরীফে পালিত হয়েছে মহান আধ্যাত্মিক সাধক ছৈয়দ মুজিবুল বশর (রহ.) পবিত্র খোশরোজ শরীফ---

    #মুজিববাবা
    #মাইজভাণ্ডার
    #খোশরোজশরীফ
    #SpiritOfSufism
    #BangladeshCulture
    #আধ্যাত্মিকবাংলা
    #SufiTradition
    #DarbarSharif
    #FaithAndLove
    #SpiritualJourney
    #BangladeshHeritage
    #মাইজভাণ্ডার_দরবার
    #মর্যাদারমুজিববাবা
    আজ ৭ই ভাদ্র—২২আগষ্ট মাইজভাণ্ডার দরবার শরীফে পালিত হয়েছে মহান আধ্যাত্মিক সাধক ছৈয়দ মুজিবুল বশর (রহ.) পবিত্র খোশরোজ শরীফ--- #মুজিববাবা #মাইজভাণ্ডার #খোশরোজশরীফ #SpiritOfSufism #BangladeshCulture #আধ্যাত্মিকবাংলা #SufiTradition #DarbarSharif #FaithAndLove #SpiritualJourney #BangladeshHeritage #মাইজভাণ্ডার_দরবার #মর্যাদারমুজিববাবা
    0 التعليقات 0 المشاركات 2كيلو بايت مشاهدة 12 0 معاينة
  • আই নিউজ বিডির সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

    আই নিউজ বিডি একটি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে বস্তুনিষ্ঠতা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা প্রতিটি সদস্যের ব্যক্তিগত সততা, শৃঙ্খলা এবং কাজের মানের ওপর নির্ভরশীল। এই লক্ষ্য পূরণে সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর এবং সিটিজেন জার্নালিস্টদের জন্য নিম্নোক্ত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক।

    ১. রিপোর্টারদের জন্য নির্দেশিকা:

    নিয়মিত সংবাদ প্রেরণ: প্রত্যেক রিপোর্টারকে তার নির্ধারিত কর্মক্ষেত্রের (Working Area) সকল গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ নিয়মিতভাবে প্রেরণ করতে হবে। সংবাদের ধারাবাহিকতা বজায় রাখা রিপোর্টারের অন্যতম প্রধান দায়িত্ব।

    দায়বদ্ধতা ও সক্রিয়তা: দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়। নিয়মিত সংবাদ প্রেরণে ব্যর্থ হলে বা নিষ্ক্রিয় থাকলে, কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই সংশ্লিষ্ট রিপোর্টারের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত (Temporary Block) বা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।

    কনটেন্টের গুণগত মান:

    ভিডিও নিউজ: সকল ভিডিও নিউজের জন্য ১৯২০x১০৮০ পিক্সেলের হাই-ডেফিনিশন (HD) এবং প্রাসঙ্গিক থাম্বনেইল ব্যবহার করা আবশ্যক। অস্পষ্ট, নিম্নমানের বা অপ্রাসঙ্গিক থাম্বনেইল কঠোরভাবে নিষিদ্ধ।

    ছবি: নিউজে ব্যবহৃত সকল ছবি অবশ্যই হাই-রেজুলেশন, স্পষ্ট এবং সংবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিম্নমানের বা ঝাপসা ছবি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

    ২. ভিডিও কনটেন্ট নির্মাতাদের জন্য নির্দেশিকা:

    অডিও-ভিজ্যুয়াল মান: ভিডিওর অডিও অবশ্যই পরিষ্কার এবং শ্রুতিমধুর হতে হবে। ভিজ্যুয়াল ঝাপসা বা অস্থিতিশীল (Shaky) হওয়া চলবে না। শব্দ বা দৃশ্যের নিম্নমান কনটেন্টটিকে সরাসরি অযোগ্য বলে গণ্য করবে।

    থাম্বনেইল: থাম্বনেইল হতে হবে নান্দনিক, আকর্ষণীয় এবং ভিডিওর মূল বার্তার প্রতিফলন। অপ্রয়োজনীয় গ্রাফিক্স বা ক্লিকবেট (Clickbait) কঠোরভাবে পরিহার করতে হবে।

    বিষয়বস্তু উপস্থাপন: ভিডিওর শুরুতেই মূল বিষয়বস্তু দর্শকদের সামনে তুলে ধরতে হবে। অপ্রাসঙ্গিক ভূমিকা বা দীর্ঘসূত্রিতা বর্জন করে মূল তথ্যে মনোনিবেশ করতে হবে।

    ৩. আর্টিকেল লেখকদের জন্য নির্দেশিকা:

    বস্তুনিষ্ঠতা ও নির্ভুলতা: প্রতিটি আর্টিকেল অবশ্যই তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ এবং ব্যাকরণগতভাবে নির্ভুল হতে হবে। বানান ভুল, ভাষাগত দুর্বলতা বা অসত্য তথ্য পরিবেশন করা চলবে না।

    শিরোনাম: শিরোনাম হতে হবে সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক এবং আকর্ষণীয়, যা পাঠকের কাছে সংবাদের মূলভাব পৌঁছে দিতে সক্ষম।

    তথ্যের সত্যতা যাচাই: কোনো প্রকার যাচাইবিহীন, অসত্য বা গুজবভিত্তিক কনটেন্ট প্রকাশনা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রতিটি তথ্য প্রকাশের পূর্বে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

    ৪. কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য নির্দেশিকা:

    নিয়মিত অংশগ্রহণ: প্রত্যেক কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টকে সপ্তাহে ন্যূনতম একটি (০১) ভিডিও বা একটি (০১) মানসম্মত আর্টিকেল জমা দিতে উৎসাহিত করা হচ্ছে।

    অ্যাকাউন্টের সক্রিয়তা: নিয়মিত এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করা হতে পারে। আমাদের লক্ষ্য একটি সক্রিয় ও অংশগ্রহণমূলক কমিউনিটি তৈরি করা।

    কনটেন্টের প্রভাব: আপনার প্রেরিত কনটেন্ট যেন তথ্যবহুল, জনগুরুত্বপূর্ণ এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

    চূড়ান্ত সতর্কতা:

    প্রতিষ্ঠানের কোনো সদস্য যদি ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়ানো, পেশাগত অসততা বা নীতিমালার গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত হন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হবে।

    আই নিউজ বিডি তার কাজের মানের ক্ষেত্রে কোনো প্রকার আপস করতে প্রস্তুত নয়। মনে রাখবেন, আপনার একটি দুর্বল বা মানহীন কাজ কেবল আপনার ব্যক্তিগত ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করে না, বরং এটি সমগ্র প্রতিষ্ঠানের অর্জিত সুনাম এবং বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

    আমাদের লক্ষ্য: নির্ভুল তথ্য, গভীর বিশ্লেষণ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের অবিচল আস্থা অর্জন করা। আসুন, আমরা সকলে মিলে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের চর্চার মাধ্যমে আই নিউজ বিডি-কে এক নতুন উচ্চতায় নিয়ে যাই।

    এই নীতিমালা অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।

    কর্তৃপক্ষ, আই নিউজ বিডি
    আই নিউজ বিডির সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা আই নিউজ বিডি একটি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে বস্তুনিষ্ঠতা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা প্রতিটি সদস্যের ব্যক্তিগত সততা, শৃঙ্খলা এবং কাজের মানের ওপর নির্ভরশীল। এই লক্ষ্য পূরণে সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর এবং সিটিজেন জার্নালিস্টদের জন্য নিম্নোক্ত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। ১. রিপোর্টারদের জন্য নির্দেশিকা: নিয়মিত সংবাদ প্রেরণ: প্রত্যেক রিপোর্টারকে তার নির্ধারিত কর্মক্ষেত্রের (Working Area) সকল গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ নিয়মিতভাবে প্রেরণ করতে হবে। সংবাদের ধারাবাহিকতা বজায় রাখা রিপোর্টারের অন্যতম প্রধান দায়িত্ব। দায়বদ্ধতা ও সক্রিয়তা: দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়। নিয়মিত সংবাদ প্রেরণে ব্যর্থ হলে বা নিষ্ক্রিয় থাকলে, কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই সংশ্লিষ্ট রিপোর্টারের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত (Temporary Block) বা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে। কনটেন্টের গুণগত মান: ভিডিও নিউজ: সকল ভিডিও নিউজের জন্য ১৯২০x১০৮০ পিক্সেলের হাই-ডেফিনিশন (HD) এবং প্রাসঙ্গিক থাম্বনেইল ব্যবহার করা আবশ্যক। অস্পষ্ট, নিম্নমানের বা অপ্রাসঙ্গিক থাম্বনেইল কঠোরভাবে নিষিদ্ধ। ছবি: নিউজে ব্যবহৃত সকল ছবি অবশ্যই হাই-রেজুলেশন, স্পষ্ট এবং সংবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিম্নমানের বা ঝাপসা ছবি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ২. ভিডিও কনটেন্ট নির্মাতাদের জন্য নির্দেশিকা: অডিও-ভিজ্যুয়াল মান: ভিডিওর অডিও অবশ্যই পরিষ্কার এবং শ্রুতিমধুর হতে হবে। ভিজ্যুয়াল ঝাপসা বা অস্থিতিশীল (Shaky) হওয়া চলবে না। শব্দ বা দৃশ্যের নিম্নমান কনটেন্টটিকে সরাসরি অযোগ্য বলে গণ্য করবে। থাম্বনেইল: থাম্বনেইল হতে হবে নান্দনিক, আকর্ষণীয় এবং ভিডিওর মূল বার্তার প্রতিফলন। অপ্রয়োজনীয় গ্রাফিক্স বা ক্লিকবেট (Clickbait) কঠোরভাবে পরিহার করতে হবে। বিষয়বস্তু উপস্থাপন: ভিডিওর শুরুতেই মূল বিষয়বস্তু দর্শকদের সামনে তুলে ধরতে হবে। অপ্রাসঙ্গিক ভূমিকা বা দীর্ঘসূত্রিতা বর্জন করে মূল তথ্যে মনোনিবেশ করতে হবে। ৩. আর্টিকেল লেখকদের জন্য নির্দেশিকা: বস্তুনিষ্ঠতা ও নির্ভুলতা: প্রতিটি আর্টিকেল অবশ্যই তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ এবং ব্যাকরণগতভাবে নির্ভুল হতে হবে। বানান ভুল, ভাষাগত দুর্বলতা বা অসত্য তথ্য পরিবেশন করা চলবে না। শিরোনাম: শিরোনাম হতে হবে সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক এবং আকর্ষণীয়, যা পাঠকের কাছে সংবাদের মূলভাব পৌঁছে দিতে সক্ষম। তথ্যের সত্যতা যাচাই: কোনো প্রকার যাচাইবিহীন, অসত্য বা গুজবভিত্তিক কনটেন্ট প্রকাশনা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রতিটি তথ্য প্রকাশের পূর্বে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ৪. কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য নির্দেশিকা: নিয়মিত অংশগ্রহণ: প্রত্যেক কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টকে সপ্তাহে ন্যূনতম একটি (০১) ভিডিও বা একটি (০১) মানসম্মত আর্টিকেল জমা দিতে উৎসাহিত করা হচ্ছে। অ্যাকাউন্টের সক্রিয়তা: নিয়মিত এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করা হতে পারে। আমাদের লক্ষ্য একটি সক্রিয় ও অংশগ্রহণমূলক কমিউনিটি তৈরি করা। কনটেন্টের প্রভাব: আপনার প্রেরিত কনটেন্ট যেন তথ্যবহুল, জনগুরুত্বপূর্ণ এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 🚫 চূড়ান্ত সতর্কতা: প্রতিষ্ঠানের কোনো সদস্য যদি ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়ানো, পেশাগত অসততা বা নীতিমালার গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত হন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হবে। আই নিউজ বিডি তার কাজের মানের ক্ষেত্রে কোনো প্রকার আপস করতে প্রস্তুত নয়। মনে রাখবেন, আপনার একটি দুর্বল বা মানহীন কাজ কেবল আপনার ব্যক্তিগত ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করে না, বরং এটি সমগ্র প্রতিষ্ঠানের অর্জিত সুনাম এবং বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আমাদের লক্ষ্য: নির্ভুল তথ্য, গভীর বিশ্লেষণ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের অবিচল আস্থা অর্জন করা। আসুন, আমরা সকলে মিলে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের চর্চার মাধ্যমে আই নিউজ বিডি-কে এক নতুন উচ্চতায় নিয়ে যাই। এই নীতিমালা অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে। কর্তৃপক্ষ, আই নিউজ বিডি
    Love
    1
    0 التعليقات 0 المشاركات 2كيلو بايت مشاهدة 0 معاينة
  • গোবিন্দগঞ্জের কৃতি সন্তান ডা. সুজাউদ্দৌলা
    সুজার নামাযে জানাযা ও দাফন সম্পন্ন
    রিপোর্টার: খায়রুল ইসলাম চীফ রিপোর্টার
    গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা.সুজাউদ্দৌলা সুজার প্রথম নামাযে জানাযা রংপুর মেডিকেল কলেজ চত্তরে আজ সকাল ১০ টায় ও ২ য় নামাযে জানাযা দুপুর ২টায় দরবস্ত ইউনিয়নের কালিতলা দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
    মরহুম ডা. সুজাউদ্দৌলা নীলফামারী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।
    ২০ আগস্ট, ২০২৫ রাত ৮টায় হার্ডঅ্যাটাকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ'ত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা শেষে দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর কালিতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
    মরহুমের নামাযে জানাযায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রান মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।
    মহান আল্লাহ যেন, তাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করেন, এজন্য দোয়া কামনা করা হয়েছে।
    উল্লেখ্য, ডা. সুজাউদ্দৌলা সুজা সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব জব্বার আলী মাস্টারের দ্বিতীয় সন্তান এবং দরবস্ত ইউপির চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলামের বড় ভাই। তিনি গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
    গোবিন্দগঞ্জের কৃতি সন্তান ডা. সুজাউদ্দৌলা সুজার নামাযে জানাযা ও দাফন সম্পন্ন রিপোর্টার: খায়রুল ইসলাম চীফ রিপোর্টার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা.সুজাউদ্দৌলা সুজার প্রথম নামাযে জানাযা রংপুর মেডিকেল কলেজ চত্তরে আজ সকাল ১০ টায় ও ২ য় নামাযে জানাযা দুপুর ২টায় দরবস্ত ইউনিয়নের কালিতলা দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুম ডা. সুজাউদ্দৌলা নীলফামারী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। ২০ আগস্ট, ২০২৫ রাত ৮টায় হার্ডঅ্যাটাকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ'ত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা শেষে দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর কালিতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাযে জানাযায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রান মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন। মহান আল্লাহ যেন, তাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করেন, এজন্য দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, ডা. সুজাউদ্দৌলা সুজা সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব জব্বার আলী মাস্টারের দ্বিতীয় সন্তান এবং দরবস্ত ইউপির চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলামের বড় ভাই। তিনি গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
    Like
    1
    0 التعليقات 0 المشاركات 1كيلو بايت مشاهدة 0 معاينة
  • হাজারো জনতার উপস্থিতিতে দূর্বৃর্ত্তদের হাতে খুন হওয়া নজরুল ইসলাম( নজির) এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়,

    রিপোর্ট : খায়রুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার

    জানাযায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা সহ আরো অনেকে,,,,,

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামের, মুত্য তোফাজ্জল হোসেনের ছেলে নজরুল ইসলাম নজির ৩২ কে, ১৬/৮/২০২৫ আনুমানিক রাত্র ১১ঘটিকার সময় শিতল গ্রাম বাজার নিজের বিকাশের দোকান থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে গলা কেটে হত্যা করেছে দুরবৃর্ত্তরা,,সরেজমিনে তদন্ত করে জানাযায় পুর্বের কিছু শত্রুরা এই খুনের সাথে জরিত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে,, কেননা কিছু দিন আগে তার দোকান চুরি এবং হ্যাকারদের সাথে দন্দে জরিয়ে পরেন তিনি,জানিয়েছেন এলাকা বাসি,শুধু তাই নয় আজ কয়েকদিন হলো মোবাইল ফোনে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন বলে জানিয়েছেন স্বজরা,,
    খুন হওয়া নজরুলের ৩ ভাইয়ের মধ্য তিনিই ছোট ছিলেন, তার এক ছেলে এবং এক মেয়ে,মেয়ের বয়স আনুমানিক ১০, বছর এবং ছেলের বয়স ৪ বছর,, বাড়িতে শোকের ছায়া বইছে,,,
    এলাকাবাসীর দাবি একটাই, খুনিদেন ধরে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা করা হোক,,এ সংবাদ লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি৷,
    এ ব্যাপারে থানার ওসি বুল বুল সাহেবের সঙ্গে কথা বললে তিনি জানান,আমরা এ ব্যাপারে সঠিক তদন্ত করে আসামি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি,,,
    খুন হওয়া নজরুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন গোবিন্দগঞ্জ থানার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম ওয়ার্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বলে জানা গিয়েছে,,,
    এবং শিতল গ্রাম বাজারে বিকাশ ব্যাবসা করতেন বলে জানিয়েছেন,,,
    হাজারো জনতার উপস্থিতিতে দূর্বৃর্ত্তদের হাতে খুন হওয়া নজরুল ইসলাম( নজির) এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, রিপোর্ট : খায়রুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার জানাযায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা সহ আরো অনেকে,,,,, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামের, মুত্য তোফাজ্জল হোসেনের ছেলে নজরুল ইসলাম নজির ৩২ কে, ১৬/৮/২০২৫ আনুমানিক রাত্র ১১ঘটিকার সময় শিতল গ্রাম বাজার নিজের বিকাশের দোকান থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে গলা কেটে হত্যা করেছে দুরবৃর্ত্তরা,,সরেজমিনে তদন্ত করে জানাযায় পুর্বের কিছু শত্রুরা এই খুনের সাথে জরিত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে,, কেননা কিছু দিন আগে তার দোকান চুরি এবং হ্যাকারদের সাথে দন্দে জরিয়ে পরেন তিনি,জানিয়েছেন এলাকা বাসি,শুধু তাই নয় আজ কয়েকদিন হলো মোবাইল ফোনে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন বলে জানিয়েছেন স্বজরা,, খুন হওয়া নজরুলের ৩ ভাইয়ের মধ্য তিনিই ছোট ছিলেন, তার এক ছেলে এবং এক মেয়ে,মেয়ের বয়স আনুমানিক ১০, বছর এবং ছেলের বয়স ৪ বছর,, বাড়িতে শোকের ছায়া বইছে,,, এলাকাবাসীর দাবি একটাই, খুনিদেন ধরে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা করা হোক,,এ সংবাদ লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি৷, এ ব্যাপারে থানার ওসি বুল বুল সাহেবের সঙ্গে কথা বললে তিনি জানান,আমরা এ ব্যাপারে সঠিক তদন্ত করে আসামি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি,,, খুন হওয়া নজরুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন গোবিন্দগঞ্জ থানার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম ওয়ার্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বলে জানা গিয়েছে,,, এবং শিতল গ্রাম বাজারে বিকাশ ব্যাবসা করতেন বলে জানিয়েছেন,,,
    0 التعليقات 0 المشاركات 725 مشاهدة 0 معاينة
الصفحات المعززة
Eidok App https://eidok.com