• হাটহাজারীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, সবাইকে শান্ত থাকার আহবান
    হাটহাজারীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, সবাইকে শান্ত থাকার আহবান
    0 Comments 0 Shares 35 Views 0 0 Reviews
  • কুষ্টিয়ায় কেসিএফ আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।।

    জাকির হোসেন।। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় প্রাণবন্ত এক সাংস্কৃতিক আড্ডায় মিলিত হলেন কুষ্টিয়ার বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। কুষ্টিয়া কালচারাল ফোরাম (কেসিএফ) এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের এন এস রোডের চিলিস ফুট পার্কে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল থিয়েটারের সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদার। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার বিশিষ্ট সমাজসেবক, ভাবের হাটের সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্রিয় সদস্য আব্দুর রাজ্জাক।

    সভায় বক্তারা কুষ্টিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য, সংগীতচর্চার ধারাবাহিকতা এবং আধুনিক প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাঁরা মনে করেন, লালন, রবীন্দ্রনাথ, নজরুল ও বাউলগানের মতো ঐতিহ্যকে ধারণ করে কুষ্টিয়া দেশীয় সংস্কৃতির এক উজ্জ্বল বাতিঘর। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

    প্রধান অতিথি পারভেজ মাজমাদার বলেন, “কুষ্টিয়া শুধু ব্যবসা-বাণিজ্যের জন্য নয়, সংস্কৃতির ক্ষেত্রেও সারা দেশে অগ্রগণ্য। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাঁচিয়ে রাখা মানে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তন ধরে রাখা।”

    সভাপতি আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, “সংস্কৃতি হলো সমাজের প্রাণ। ভাবের হাট ও রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কেসিএফ-এর উদ্যোগও আমাদের তরুণ প্রজন্মকে মানবিক ও সাংস্কৃতিক চেতনার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    আলোচনা শেষে মুক্ত মতবিনিময়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনার দিকগুলো উঠে আসে। বক্তারা কুষ্টিয়াকে একটি সংস্কৃতি রাজধানী ও“সংস্কৃতির মডেল জেলা” হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

    সাংস্কৃতিক অঙ্গনের নানা স্তরের ব্যক্তিবর্গ, সংগঠক, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা এই সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।
    কুষ্টিয়ায় কেসিএফ আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।। জাকির হোসেন।। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় প্রাণবন্ত এক সাংস্কৃতিক আড্ডায় মিলিত হলেন কুষ্টিয়ার বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। কুষ্টিয়া কালচারাল ফোরাম (কেসিএফ) এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের এন এস রোডের চিলিস ফুট পার্কে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল থিয়েটারের সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদার। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার বিশিষ্ট সমাজসেবক, ভাবের হাটের সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্রিয় সদস্য আব্দুর রাজ্জাক। সভায় বক্তারা কুষ্টিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য, সংগীতচর্চার ধারাবাহিকতা এবং আধুনিক প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাঁরা মনে করেন, লালন, রবীন্দ্রনাথ, নজরুল ও বাউলগানের মতো ঐতিহ্যকে ধারণ করে কুষ্টিয়া দেশীয় সংস্কৃতির এক উজ্জ্বল বাতিঘর। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। প্রধান অতিথি পারভেজ মাজমাদার বলেন, “কুষ্টিয়া শুধু ব্যবসা-বাণিজ্যের জন্য নয়, সংস্কৃতির ক্ষেত্রেও সারা দেশে অগ্রগণ্য। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাঁচিয়ে রাখা মানে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তন ধরে রাখা।” সভাপতি আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, “সংস্কৃতি হলো সমাজের প্রাণ। ভাবের হাট ও রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কেসিএফ-এর উদ্যোগও আমাদের তরুণ প্রজন্মকে মানবিক ও সাংস্কৃতিক চেতনার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” আলোচনা শেষে মুক্ত মতবিনিময়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনার দিকগুলো উঠে আসে। বক্তারা কুষ্টিয়াকে একটি সংস্কৃতি রাজধানী ও“সংস্কৃতির মডেল জেলা” হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। সাংস্কৃতিক অঙ্গনের নানা স্তরের ব্যক্তিবর্গ, সংগঠক, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা এই সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।
    0 Comments 1 Shares 103 Views 0 Reviews
  • পবিত্র ঈদে মীলাদুন্নবী (স:) উপলক্ষ্যে কক্সবাজারে বর্ণাঢ্য জশনে জুলুস।
    পবিত্র ঈদে মীলাদুন্নবী (স:) উপলক্ষ্যে কক্সবাজারে বর্ণাঢ্য জশনে জুলুস।
    0 Comments 0 Shares 140 Views 0 Reviews
  • আজ কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন ।

    জাকির হোসেন।। আজ ৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন আজ । ১৯৭৬ সালের এ দিনে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাসে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মৃত মুন্সী খলিল উদ্দীন ও মা আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়।

    আদিত্য ১৯৯১ সালে কুষ্টিয়া জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৯৩ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে অনার্স ও ২০০১ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

    আদিত্য শাহীন ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক সূত্রপাত’ পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ‘দৈনিক আন্দোলনের বাজার’র বার্তা সম্পাদক, ২০০০ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খোলা কাগজের’ বার্তা সম্পাদক, ২০০৩ সালে ‘দৈনিক পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও একই বছরের মে মাসে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ এ ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও প্রোগ্রাম রিসার্চচার হিসেবে যোগ দেন। ওই সময় তিনি চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের গবেষণা ও পাণ্ডলিপি লেখার দায়িত্ব পালন করতেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে তিনি বার্তা সম্পাদক পদে কর্মরত।

    এ সাংবাদিক ১৯৯০ সাল থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন। ২০০৭ সালে তার লেখা শিশুতোষ গ্রন্থ ‘ভেবলুর গালিভার’, ২০১০ সালে কাব্যগ্রন্থ ‘ওগো মোর দেহপ্রভু’ প্রকাশিত হয়। এ ছাড়া তার সম্পাদিত অনেক বইও প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শাইখ সিরাজের জীবন ও কর্ম নিয়ে ‘সান অব দ্য সয়েল’, রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মারক গ্রন্থ, চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান নিয়ে সারাদেশের দর্শকদের নিবন্ধনের সংকলন ‘জনভাষ্য’ এর ১ থেকে ৬টি খণ্ড সম্পাদনা। পাশাপাশি ১৯৯০ সালে লিটল ম্যাগাজিন ‘নিরীখ’ ও ১৯৯২ সালে ‘ছড়াপত্র ডিনামাইট’ এর সম্পাদনাও করেন।

    আদিত্য মাসিক সমালোচনাপত্র ‘ক্রিটিক’ ও নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    আদিত্য শাহীন ২০০৪ সালের ৬ ডিসেম্বর লায়লা খালেদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।তিনি দুই কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী লায়লা ‘ক্রিটিক’ ও ‘পারি’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক পদে কর্মরত।

    আদিত্য শাহীনের পছন্দের রং ক্রিম ও ফুল গোলাপ। খেতে ভালবাসেন সব ধরনের দেশী খাবার। আর অবসরে তিনি ছবি আঁকতে ও লেখালেখি করতেই পছন্দ করেন।

    তিনি সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৬ সালে কুষ্টিয়ার অনিকস একাডেমির ‘শ্রেষ্ঠ তরুণ সাংবাদিক’ পুরস্কার পান।

    জন্মদিনে জানাই শুভ কামনা।
    আজ কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন । জাকির হোসেন।। আজ ৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন আজ । ১৯৭৬ সালের এ দিনে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাসে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মৃত মুন্সী খলিল উদ্দীন ও মা আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। আদিত্য ১৯৯১ সালে কুষ্টিয়া জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৯৩ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে অনার্স ও ২০০১ সালে মাস্টার্স সম্পন্ন করেন। আদিত্য শাহীন ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক সূত্রপাত’ পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ‘দৈনিক আন্দোলনের বাজার’র বার্তা সম্পাদক, ২০০০ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খোলা কাগজের’ বার্তা সম্পাদক, ২০০৩ সালে ‘দৈনিক পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও একই বছরের মে মাসে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ এ ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও প্রোগ্রাম রিসার্চচার হিসেবে যোগ দেন। ওই সময় তিনি চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের গবেষণা ও পাণ্ডলিপি লেখার দায়িত্ব পালন করতেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে তিনি বার্তা সম্পাদক পদে কর্মরত। এ সাংবাদিক ১৯৯০ সাল থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন। ২০০৭ সালে তার লেখা শিশুতোষ গ্রন্থ ‘ভেবলুর গালিভার’, ২০১০ সালে কাব্যগ্রন্থ ‘ওগো মোর দেহপ্রভু’ প্রকাশিত হয়। এ ছাড়া তার সম্পাদিত অনেক বইও প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শাইখ সিরাজের জীবন ও কর্ম নিয়ে ‘সান অব দ্য সয়েল’, রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মারক গ্রন্থ, চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান নিয়ে সারাদেশের দর্শকদের নিবন্ধনের সংকলন ‘জনভাষ্য’ এর ১ থেকে ৬টি খণ্ড সম্পাদনা। পাশাপাশি ১৯৯০ সালে লিটল ম্যাগাজিন ‘নিরীখ’ ও ১৯৯২ সালে ‘ছড়াপত্র ডিনামাইট’ এর সম্পাদনাও করেন। আদিত্য মাসিক সমালোচনাপত্র ‘ক্রিটিক’ ও নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আদিত্য শাহীন ২০০৪ সালের ৬ ডিসেম্বর লায়লা খালেদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।তিনি দুই কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী লায়লা ‘ক্রিটিক’ ও ‘পারি’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক পদে কর্মরত। আদিত্য শাহীনের পছন্দের রং ক্রিম ও ফুল গোলাপ। খেতে ভালবাসেন সব ধরনের দেশী খাবার। আর অবসরে তিনি ছবি আঁকতে ও লেখালেখি করতেই পছন্দ করেন। তিনি সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৬ সালে কুষ্টিয়ার অনিকস একাডেমির ‘শ্রেষ্ঠ তরুণ সাংবাদিক’ পুরস্কার পান। জন্মদিনে জানাই শুভ কামনা।
    0 Comments 0 Shares 546 Views 0 Reviews
  • ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন
    গাইবান্ধা, পলাশবাড়ি উপজেলা হাসপাতালে আনার সময় মৃত্যুবরণ করেন,
    মোঃ আশরাফুল মিয়ার
    কন্যা মৃত মোছাঃ মনি আক্তার (১৩) বছর বয়স
    সন্ধ্যার সময় খেলতে গিয়ে
    সাপে কেটে মেয়েটি মারা যায়
    গ্রাম গনেশপুর বাজার কাশিয়াবাড়ি
    বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন!
    !!!......
    সবাইকে সতর্ক করার জন্য বেশি বেশি শেয়ার করবেন প্লিজ বাচ্চাদেরকে সন্ধ্যার পর জেনো খেলতে না দেয় সবাইকে সাবধান করার জন্য অনুরোধ করছি
    ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন গাইবান্ধা, পলাশবাড়ি উপজেলা হাসপাতালে আনার সময় মৃত্যুবরণ করেন, মোঃ আশরাফুল মিয়ার কন্যা মৃত মোছাঃ মনি আক্তার (১৩) বছর বয়স সন্ধ্যার সময় খেলতে গিয়ে সাপে কেটে মেয়েটি মারা যায় গ্রাম গনেশপুর বাজার কাশিয়াবাড়ি বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন! 😭😭😭 !!!...... সবাইকে সতর্ক করার জন্য বেশি বেশি শেয়ার করবেন প্লিজ বাচ্চাদেরকে সন্ধ্যার পর জেনো খেলতে না দেয় সবাইকে সাবধান করার জন্য অনুরোধ করছি 👍
    0 Comments 0 Shares 770 Views 0 Reviews
  • ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে মনোনিত হলেন মাতারবাড়ির ইউসুফ মুন্না

    রাশিয়ার রাজধানী মস্কো শহরে অনুষ্ঠিতব্য ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫ এ মনোনিত হলে মাতারবাড়ির সন্তান ইউসুফ মুন্না। এ অনুষ্ঠানে মুন্না বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন।ফেসবুকে নিজ ওয়ালে তিনি এ সংবাদ জানান। আগমাী ১৩-২৭ সেপ্টেম্বর এই ফেস্টিভ্যাল চলবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উৎসবের শুভ উদ্বোধন করবেন।
    ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে মনোনিত হলেন মাতারবাড়ির ইউসুফ মুন্না রাশিয়ার রাজধানী মস্কো শহরে অনুষ্ঠিতব্য ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫ এ মনোনিত হলে মাতারবাড়ির সন্তান ইউসুফ মুন্না। এ অনুষ্ঠানে মুন্না বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন।ফেসবুকে নিজ ওয়ালে তিনি এ সংবাদ জানান। আগমাী ১৩-২৭ সেপ্টেম্বর এই ফেস্টিভ্যাল চলবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উৎসবের শুভ উদ্বোধন করবেন।
    0 Comments 0 Shares 552 Views 0 Reviews
  • মধ্যরাতে, (অনুমান রাত ১২:৪০) পটিয়া বাইপাস চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর ঢাকাগামী একটি শ্যামলী যাত্রীবাহী বাস এবং কক্সবাজারমুখী একটি এম্বুল্যান্স এর মুখোমুখি সং;ঘ;র্ষ হয়...
    মধ্যরাতে, (অনুমান রাত ১২:৪০) পটিয়া বাইপাস চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর ঢাকাগামী একটি শ্যামলী যাত্রীবাহী বাস এবং কক্সবাজারমুখী একটি এম্বুল্যান্স এর মুখোমুখি সং;ঘ;র্ষ হয়...
    Love
    2
    0 Comments 0 Shares 445 Views 0 Reviews
  • -যারা তৌহিদী জনতার নামে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটাচ্ছে এইসবের তীব্র নিন্দা জানাই।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।

    স্থান:দিনাজপুর দরবার ও মসজি
    -যারা তৌহিদী জনতার নামে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটাচ্ছে এইসবের তীব্র নিন্দা জানাই।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। স্থান:দিনাজপুর দরবার ও মসজি😥
    Love
    2
    0 Comments 0 Shares 291 Views 34 0 Reviews
  • আজকের দুর্ঘটনা আমাদের চোখ খুলে দেয়ার মতো শিক্ষা
    ছেলেটা কিছুক্ষণ আগেও সুস্থ ছিল, হঠাৎ এক্সিডেন্টে হাসপাতালে শুয়ে আছে – ইনকাম বন্ধ, পরিবার অনিশ্চয়তায়!

    আজকের এই ঘটনা প্রমাণ করলো – জীবন কতটা অনিশ্চিত।
    আজ তুমি রোজগার করছো, কিন্তু কাল যদি দুর্ঘটনায় সব থেমে যায়

    তখন তোমার সন্তান স্কুলে যাবে কীভাবে?
    তোমার বউ সংসার চালাবে কীভাবে?
    তোমার মা–বাবা ওষুধ কিনবে কিসে?

    দুর্ঘটনা কখনো বলে আসে না, কিন্তু এর ধাক্কা পুরো পরিবারকে ভেঙে দেয়।

    তবে একটা সমাধান আছে – ইনস্যুরেন্স
    ইনস্যুরেন্স থাকলে অন্তত পরিবার নিরাপদ থাকবে –
    সন্তানের ভবিষ্যৎ থেমে যাবে না,
    মায়ের মুখে হাসি মুছে যাবে না,
    স্ত্রী কষ্টে পড়বে না।
    আজকের দুর্ঘটনা আমাদের চোখ খুলে দেয়ার মতো শিক্ষা ছেলেটা কিছুক্ষণ আগেও সুস্থ ছিল, হঠাৎ এক্সিডেন্টে হাসপাতালে শুয়ে আছে – ইনকাম বন্ধ, পরিবার অনিশ্চয়তায়! 🥺 আজকের এই ঘটনা প্রমাণ করলো – জীবন কতটা অনিশ্চিত। আজ তুমি রোজগার করছো, কিন্তু কাল যদি দুর্ঘটনায় সব থেমে যায়❓ 👉 তখন তোমার সন্তান স্কুলে যাবে কীভাবে? 👉 তোমার বউ সংসার চালাবে কীভাবে? 👉 তোমার মা–বাবা ওষুধ কিনবে কিসে? 👉 দুর্ঘটনা কখনো বলে আসে না, কিন্তু এর ধাক্কা পুরো পরিবারকে ভেঙে দেয়। 📌 তবে একটা সমাধান আছে – ইনস্যুরেন্স 🛡️ ইনস্যুরেন্স থাকলে অন্তত পরিবার নিরাপদ থাকবে – সন্তানের ভবিষ্যৎ থেমে যাবে না, মায়ের মুখে হাসি মুছে যাবে না, স্ত্রী কষ্টে পড়বে না। 💙
    0 Comments 0 Shares 426 Views 0 Reviews
  • মাতারবাড়ী শাহ্ তৈয়বিয়া মজিদিয়া আমজাদ আলী (রাহঃ) একতা সংগঠন এর ব্যবস্থাপনায় পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবি (দঃ) উপলক্ষে ১২ দিন ব্যাপী মাহফিলের সফলতা কামনা করছি।
    স্থান : আকবরিয়া জামে মসজিদ পশ্চিম মাইজপাড়া, মাতারবাড়ী, মহেশখালী কক্সবাজার
    মাতারবাড়ী শাহ্ তৈয়বিয়া মজিদিয়া আমজাদ আলী (রাহঃ) একতা সংগঠন এর ব্যবস্থাপনায় পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবি (দঃ) উপলক্ষে ১২ দিন ব্যাপী মাহফিলের সফলতা কামনা করছি। স্থান : আকবরিয়া জামে মসজিদ পশ্চিম মাইজপাড়া, মাতারবাড়ী, মহেশখালী কক্সবাজার
    0 Comments 0 Shares 312 Views 0 Reviews
  • মহেশখালী গামী ট্রলার থেকে ৪ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, ৯ জন আটক।

    সরাসরি ফিশারীঘাট কক্সবাজার থেকে...
    মহেশখালী গামী ট্রলার থেকে ৪ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, ৯ জন আটক। সরাসরি ফিশারীঘাট কক্সবাজার থেকে...
    0 Comments 0 Shares 300 Views 0 Reviews
Eidok App https://eidok.com