Son Güncellemeler
-
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার: হত্যাকাণ্ডের আশঙ্কা..
বিস্তারিত :ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার: হত্যাকাণ্ডের আশঙ্কা.. বিস্তারিত :EYENEWSBD.COMব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার: হত্যাকাণ্ডের আশঙ্কা.. | আই নিউজ বিডিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, এলাকাবাসীর ধারণা এটি একটি হত্যাকাণ্ড।..0 Yorumlar 0 hisse senetleri 628 Views 0 önizlemePlease log in to like, share and comment! -
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার: হত্যাকাণ্ডের আশঙ্কা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। নয় বছর আগে উপজেলার সফিরকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে তার প্রথম বিয়ে হয়। ওই সংসারে তাদের ছয় বছরের এক ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের এক বছর পর সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাহিনুরের। পরে স্বপন মিয়াকে তালাক দিয়ে মাসুদকে বিয়ে করেন তিনি। শাহিনুরের দ্বিতীয় বিয়ের পর থেকে তিনি পৌরশহরের স্টিল ব্রিজের পাশে ওই দোতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ অবস্থায় ছিল। রাতে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে অন্য ভাড়াটিয়ারা বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে তালা ভেঙে শাহিনুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। এলাকাবাসীর ধারণা, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।” ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী উভয়েই এ ঘটনার সত্যতা উদঘাটনে তৎপর। বিভিন্ন মহল থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। সমাজের বিভিন্ন স্তরে এ ধরনের ঘটনার নিন্দা জানানো হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি করা হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার: হত্যাকাণ্ডের আশঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। নয় বছর আগে উপজেলার সফিরকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে তার প্রথম বিয়ে হয়। ওই সংসারে তাদের ছয় বছরের এক ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের এক বছর পর সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাহিনুরের। পরে স্বপন মিয়াকে তালাক দিয়ে মাসুদকে বিয়ে করেন তিনি। শাহিনুরের দ্বিতীয় বিয়ের পর থেকে তিনি পৌরশহরের স্টিল ব্রিজের পাশে ওই দোতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ অবস্থায় ছিল। রাতে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে অন্য ভাড়াটিয়ারা বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে তালা ভেঙে শাহিনুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। এলাকাবাসীর ধারণা, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।” ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী উভয়েই এ ঘটনার সত্যতা উদঘাটনে তৎপর। বিভিন্ন মহল থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। সমাজের বিভিন্ন স্তরে এ ধরনের ঘটনার নিন্দা জানানো হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি করা হচ্ছে।0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme -
সকল জেলা থেকে এ*প্লাই করা যাবে।
মনিটরিং অফিসার:
যো*গ্যতা:অনার্স/ডিগ্রি/ডিপ্লোমা/সমমান।।
স্যা*লারি:১২-১৫।
সারাদেশ থেকে এ*প্লাই করা যাবে।
জ*ব লোকেশন:ঢাকা এবং যে কোন জেলা।
ফ্লিট ম্যানেজমেন্ট (অফিসার):
যো*গ্যতা:অনার্স/ডিগ্রি/ডিপ্লোমা/সমমান।।
স্যা*লারি:১৪-২৫।
সারাদেশ থেকে এ*প্লাই করা যাবে।
জ*ব লোকেশন:ঢাকা
রাইডার:স্যা*লারি :১৫-৩৫ (আনুমানিক কমিশন বেইজড)
শর্টিং/লোডার:স্যা*লারি:১৪
জ*ব লোকেশন:যে কোন জেলা।
যোগ্যতা:৫ম শ্রেনী।
ম্যানেজার:স্যা*লারি: ১৪-২৫
যোগ্যতা:অনার্স/ডিগ্রি/ডিপ্লোমা
রংপুর, লালমনিরহাট,কুড়িগ্রাম, নীলফামারি থেকে এ*প্লাই করতে পারবে।
সরাসরি যোগাযোগ:
সেন্ট্রাল ওয়্যারহাউজ
স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড।
তাজ মার্কেট, ৩য় তলা
মিলিনিয়াম সিটি, ওয়েস্ট ঘাটারচর, কেরানীগঞ্জ।
আগ্রহীরা গুগল ফর্ম পূরণ করুন।
https://forms.gle/Fpi2k4kWq2dTaeBM9
বিশেষ প্রয়োজনে:শুধুমাত্র হোয়াটসঅ্যাপ/মেসেজ।
মোঃ মেহেদী হাসান হৃদয় : 01568-090161
মোঃ সামিউল ইসলাম সাজু : 01717-130933
মোঃ হাদিসুর রহমান : 01796-017206
কাইয়ুম : 01751-131202
মমিন:01566015410
জুলফিকার:01767-184917
সোয়াদ:01797680460
রবিউল:01852462830
রিয়াদ: 01731440563
#নিয়োগ #bdjobcircular #jobcircular #জব #jobs #jobcircular2025সকল জেলা থেকে এ*প্লাই করা যাবে। মনিটরিং অফিসার: যো*গ্যতা:অনার্স/ডিগ্রি/ডিপ্লোমা/সমমান।। স্যা*লারি:১২-১৫। সারাদেশ থেকে এ*প্লাই করা যাবে। জ*ব লোকেশন:ঢাকা এবং যে কোন জেলা। ফ্লিট ম্যানেজমেন্ট (অফিসার): যো*গ্যতা:অনার্স/ডিগ্রি/ডিপ্লোমা/সমমান।। স্যা*লারি:১৪-২৫। সারাদেশ থেকে এ*প্লাই করা যাবে। জ*ব লোকেশন:ঢাকা রাইডার:স্যা*লারি :১৫-৩৫ (আনুমানিক কমিশন বেইজড) শর্টিং/লোডার:স্যা*লারি:১৪ জ*ব লোকেশন:যে কোন জেলা। যোগ্যতা:৫ম শ্রেনী। ম্যানেজার:স্যা*লারি: ১৪-২৫ যোগ্যতা:অনার্স/ডিগ্রি/ডিপ্লোমা রংপুর, লালমনিরহাট,কুড়িগ্রাম, নীলফামারি থেকে এ*প্লাই করতে পারবে। সরাসরি যোগাযোগ: সেন্ট্রাল ওয়্যারহাউজ স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড। তাজ মার্কেট, ৩য় তলা মিলিনিয়াম সিটি, ওয়েস্ট ঘাটারচর, কেরানীগঞ্জ। আগ্রহীরা গুগল ফর্ম পূরণ করুন। https://forms.gle/Fpi2k4kWq2dTaeBM9 বিশেষ প্রয়োজনে:শুধুমাত্র হোয়াটসঅ্যাপ/মেসেজ। মোঃ মেহেদী হাসান হৃদয় : 01568-090161 মোঃ সামিউল ইসলাম সাজু : 01717-130933 মোঃ হাদিসুর রহমান : 01796-017206 কাইয়ুম : 01751-131202 মমিন:01566015410 জুলফিকার:01767-184917 সোয়াদ:01797680460 রবিউল:01852462830 রিয়াদ: 01731440563 #নিয়োগ #bdjobcircular #jobcircular #জব #jobs #jobcircular20250 Yorumlar 0 hisse senetleri 2K Views 0 önizleme -
জুলাই আন্দোলনে বিইউবিটি শিক্ষার্থীদের বীরত্বগাথা
—সাহসিকতা ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায়জুলাই আন্দোলনে বিইউবিটি শিক্ষার্থীদের বীরত্বগাথা —সাহসিকতা ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায় -
0 Yorumlar 0 hisse senetleri 473 Views 0 önizleme
-
মায়ের চোখে অশ্রু, বাবার মুখে নীরবতা—দুঃসময়ের এই মুহূর্তে ময়নার পরিবারের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দিলেন সান্ত্বনা, ভরসা আর সহায়তার আশ্বাস।
#রুমিনফারহানা #মানবিকউদ্যোগ #ময়নারকাহিনি #ব্রাহ্মণবাড়িয়া #সংবেদনশীলখবর #সত্যকথা #মানবতারপাশেমায়ের চোখে অশ্রু, বাবার মুখে নীরবতা—দুঃসময়ের এই মুহূর্তে ময়নার পরিবারের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দিলেন সান্ত্বনা, ভরসা আর সহায়তার আশ্বাস। #রুমিনফারহানা #মানবিকউদ্যোগ #ময়নারকাহিনি #ব্রাহ্মণবাড়িয়া #সংবেদনশীলখবর #সত্যকথা #মানবতারপাশে0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme -
প্রকৃতির কোলে শান্তি 😎 #naturephotography #nature #neturelovers0 Yorumlar 0 hisse senetleri 3K Views 0 önizleme
-
0 Yorumlar 0 hisse senetleri 475 Views 0 önizleme
Daha Hikayeler