• ফটিকছড়িতে গ*ণপিটুনিতে চো*র সন্দেহে ১ জন নি'হ'ত, আ*হত ২

    চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সাগর আলী তালুকদার বাড়িতে গতকাল গভীর রাতে (২২ আগস্ট) সংঘটিত হয় এক চাঞ্চল্যকর ঘটনা।

    রাত আনুমানিক ৩টার দিকে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে এলাকাবাসীর হাতে ধরা পড়ে চুরি চক্রের কয়েকজন সদস্য।
    ক্ষুব্ধ জনতার উত্তেজনায় শুরু হয় গণপিটুনি।
    এতে *১ জন ঘটনাস্থলেই নি'হ'ত হন* এবং *২ জন গুরুতর আ*হত অবস্থায়* হাসপাতালে চিকিৎসাধীন।
    এছাড়া কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

    বর্তমানে এলাকাজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
    সম্পূর্ণ ঘটনার তদন্ত চলছে।
    #ফটিকছড়ি
    #গণপিটুনি
    #চুরিরঘটনা
    #স্থানীয়সংবাদ
    #VillageLife360BD
    #চট্টগ্রামসংবাদ
    #BangladeshCrime
    #FatikchhariNews
    #BreakingNews
    #জনতাররোষ
    #LocalUpdate
    #গণসচেতনতা
    📢 ফটিকছড়িতে গ*ণপিটুনিতে চো*র সন্দেহে ১ জন নি'হ'ত, আ*হত ২ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সাগর আলী তালুকদার বাড়িতে গতকাল গভীর রাতে (২২ আগস্ট) সংঘটিত হয় এক চাঞ্চল্যকর ঘটনা। রাত আনুমানিক ৩টার দিকে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে এলাকাবাসীর হাতে ধরা পড়ে চুরি চক্রের কয়েকজন সদস্য। ক্ষুব্ধ জনতার উত্তেজনায় শুরু হয় গণপিটুনি। এতে *১ জন ঘটনাস্থলেই নি'হ'ত হন* এবং *২ জন গুরুতর আ*হত অবস্থায়* হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে এলাকাজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত চলছে। #ফটিকছড়ি #গণপিটুনি #চুরিরঘটনা #স্থানীয়সংবাদ #VillageLife360BD #চট্টগ্রামসংবাদ #BangladeshCrime #FatikchhariNews #BreakingNews #জনতাররোষ #LocalUpdate #গণসচেতনতা
    Love
    1
    0 Comentários 0 Compartilhamentos 424 Visualizações 0 Anterior
  • আই নিউজ বিডি – বিভাগীয় প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি
    আই নিউজ বিডি ২০১৭ সাল থেকে বাংলাদেশের অনলাইন সাংবাদিকতায় এক নির্ভীক ও নিরপেক্ষ কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত। সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থের পক্ষে আমরা নিরলসভাবে কাজ করে আসছি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অন্যায় এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কলম ও ক্যামেরা চালিয়ে যাচ্ছি।

    আমাদের সংবাদ কার্যক্রমকে আরও দ্রুত, শক্তিশালী ও পেশাদারভাবে পরিচালনার লক্ষ্যে আমরা প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধান (Division Chief) নিয়োগের ঘোষণা দিচ্ছি।

    এটি শুধুমাত্র একটি পদ নয়, বরং একটি দায়িত্ব, একটি নেতৃত্বের আসন এবং সত্যের পক্ষে আজীবন লড়াইয়ের অঙ্গীকার।

    পদবী
    বিভাগীয় প্রধান (Division Chief)

    বিভাগীয় প্রধানের মূল দায়িত্ব
    সংশ্লিষ্ট বিভাগের সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর এবং সিটিজেন জার্নালিস্টদের সঠিকভাবে পরিচালনা ও তত্ত্বাবধান করা।

    নিউজ সংগ্রহ, যাচাই এবং দ্রুততম সময়ে আই নিউজ বিডি সিস্টেমে আপলোড নিশ্চিত করা।

    বিভাগের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর উপর দ্রুত সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান।

    স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক মহলের সাথে পেশাদার যোগাযোগ রক্ষা করা।

    আই নিউজ বিডির নীতি ও নৈতিকতা কঠোরভাবে মেনে চলা এবং তা দলের মধ্যে বাস্তবায়ন করা।

    যোগ্যতা ও শর্তাবলী
    শুধুমাত্র যোগ্য, প্রতিশ্রুতিবদ্ধ এবং পেশাদার ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে:

    সদস্যপদ অভিজ্ঞতা – ন্যূনতম ১ মাস সক্রিয়ভাবে আই নিউজ বিডির সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা।

    সাংবাদিকতার পটভূমি – কমপক্ষে ২ বছরের ফিল্ড রিপোর্টিং, সম্পাদনা বা মিডিয়া ম্যানেজমেন্টের অভিজ্ঞতা।

    নেতৃত্বের দক্ষতা – একটি টিমকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।

    তৎপরতা ও গতিশীলতা – ব্রেকিং নিউজ কভার করার ক্ষেত্রে অগ্রাধিকার ও সময়নিষ্ঠা।

    প্রযুক্তিগত দক্ষতা – ক্যামেরা/মোবাইল দিয়ে ভিডিও ও ছবি ধারণ, নিউজ আপলোড সিস্টেম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে পারদর্শিতা।

    আই নিউজ বিডি সিস্টেমে পূর্ণ দক্ষতা – নিউজ আপলোড, এডিটিং, ফটো যুক্ত করা, এবং তাৎক্ষণিক পাবলিশ করার নিয়ম জানা।

    উপস্থাপনা দক্ষতা – ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ও সাবলীল উপস্থাপনার যোগ্যতা।

    প্রমাণপত্র – পূর্বে করা উপস্থাপনার ভিডিও বা লিঙ্ক আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।

    নৈতিকতা ও সততা – সাংবাদিকতার নীতি ও নৈতিকতার প্রতি অবিচল প্রতিশ্রুতি। কোনোভাবেই পেশাগত ক্ষমতার অপব্যবহার করা যাবে না।

    অঙ্গীকার – আই নিউজ বিডির নীতি ও নৈতিকতা থেকে এক ইঞ্চি বিচ্যুত না হওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।

    আবেদনের সাথে যা যা জমা দিতে হবে
    পূর্ণ নাম, ঠিকানা ও সক্রিয় যোগাযোগ নম্বর

    সংক্ষিপ্ত ব্যক্তিগত পরিচিতি (Bio)

    সাংবাদিকতা ও নেতৃত্ব সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ

    পূর্ববর্তী উপস্থাপনার ভিডিও বা লিঙ্ক (যদি থাকে)

    বিভাগীয় প্রধান হওয়ার কারণ ও আপনার যোগ্যতার লিখিত ব্যাখ্যা

    গুরুত্বপূর্ণ নির্দেশনা
    আই নিউজ বিডি কোনো অর্থের বিনিময়ে আইডি কার্ড, প্রেস কার্ড, মাইক্রোফোন স্টিকার বা সরঞ্জাম প্রদান করে না। সমস্ত সরঞ্জাম যোগ্য ও অনুমোদিত সদস্যদের সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

    কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড, ব্যক্তিগত স্বার্থে সাংবাদিকতার ক্ষমতা ব্যবহার বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে পদ বাতিল হবে।

    আবেদন পাঠানোর ঠিকানা
    ই-মেইল: eyenewsbdinfo@gmail.com

    আবেদনের শেষ তারিখ: ২০/০৮/২০২৫
    আই নিউজ বিডি – বিভাগীয় প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি আই নিউজ বিডি ২০১৭ সাল থেকে বাংলাদেশের অনলাইন সাংবাদিকতায় এক নির্ভীক ও নিরপেক্ষ কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত। সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থের পক্ষে আমরা নিরলসভাবে কাজ করে আসছি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অন্যায় এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কলম ও ক্যামেরা চালিয়ে যাচ্ছি। আমাদের সংবাদ কার্যক্রমকে আরও দ্রুত, শক্তিশালী ও পেশাদারভাবে পরিচালনার লক্ষ্যে আমরা প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধান (Division Chief) নিয়োগের ঘোষণা দিচ্ছি। এটি শুধুমাত্র একটি পদ নয়, বরং একটি দায়িত্ব, একটি নেতৃত্বের আসন এবং সত্যের পক্ষে আজীবন লড়াইয়ের অঙ্গীকার। পদবী বিভাগীয় প্রধান (Division Chief) বিভাগীয় প্রধানের মূল দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর এবং সিটিজেন জার্নালিস্টদের সঠিকভাবে পরিচালনা ও তত্ত্বাবধান করা। নিউজ সংগ্রহ, যাচাই এবং দ্রুততম সময়ে আই নিউজ বিডি সিস্টেমে আপলোড নিশ্চিত করা। বিভাগের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর উপর দ্রুত সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান। স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক মহলের সাথে পেশাদার যোগাযোগ রক্ষা করা। আই নিউজ বিডির নীতি ও নৈতিকতা কঠোরভাবে মেনে চলা এবং তা দলের মধ্যে বাস্তবায়ন করা। যোগ্যতা ও শর্তাবলী শুধুমাত্র যোগ্য, প্রতিশ্রুতিবদ্ধ এবং পেশাদার ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে: সদস্যপদ অভিজ্ঞতা – ন্যূনতম ১ মাস সক্রিয়ভাবে আই নিউজ বিডির সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা। সাংবাদিকতার পটভূমি – কমপক্ষে ২ বছরের ফিল্ড রিপোর্টিং, সম্পাদনা বা মিডিয়া ম্যানেজমেন্টের অভিজ্ঞতা। নেতৃত্বের দক্ষতা – একটি টিমকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। তৎপরতা ও গতিশীলতা – ব্রেকিং নিউজ কভার করার ক্ষেত্রে অগ্রাধিকার ও সময়নিষ্ঠা। প্রযুক্তিগত দক্ষতা – ক্যামেরা/মোবাইল দিয়ে ভিডিও ও ছবি ধারণ, নিউজ আপলোড সিস্টেম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে পারদর্শিতা। আই নিউজ বিডি সিস্টেমে পূর্ণ দক্ষতা – নিউজ আপলোড, এডিটিং, ফটো যুক্ত করা, এবং তাৎক্ষণিক পাবলিশ করার নিয়ম জানা। উপস্থাপনা দক্ষতা – ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ও সাবলীল উপস্থাপনার যোগ্যতা। প্রমাণপত্র – পূর্বে করা উপস্থাপনার ভিডিও বা লিঙ্ক আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। নৈতিকতা ও সততা – সাংবাদিকতার নীতি ও নৈতিকতার প্রতি অবিচল প্রতিশ্রুতি। কোনোভাবেই পেশাগত ক্ষমতার অপব্যবহার করা যাবে না। অঙ্গীকার – আই নিউজ বিডির নীতি ও নৈতিকতা থেকে এক ইঞ্চি বিচ্যুত না হওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। আবেদনের সাথে যা যা জমা দিতে হবে পূর্ণ নাম, ঠিকানা ও সক্রিয় যোগাযোগ নম্বর সংক্ষিপ্ত ব্যক্তিগত পরিচিতি (Bio) সাংবাদিকতা ও নেতৃত্ব সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ পূর্ববর্তী উপস্থাপনার ভিডিও বা লিঙ্ক (যদি থাকে) বিভাগীয় প্রধান হওয়ার কারণ ও আপনার যোগ্যতার লিখিত ব্যাখ্যা গুরুত্বপূর্ণ নির্দেশনা আই নিউজ বিডি কোনো অর্থের বিনিময়ে আইডি কার্ড, প্রেস কার্ড, মাইক্রোফোন স্টিকার বা সরঞ্জাম প্রদান করে না। সমস্ত সরঞ্জাম যোগ্য ও অনুমোদিত সদস্যদের সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড, ব্যক্তিগত স্বার্থে সাংবাদিকতার ক্ষমতা ব্যবহার বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে পদ বাতিল হবে। আবেদন পাঠানোর ঠিকানা ই-মেইল: eyenewsbdinfo@gmail.com আবেদনের শেষ তারিখ: ২০/০৮/২০২৫
    Like
    1
    1 Comentários 0 Compartilhamentos 1KB Visualizações 0 Anterior
  • একটি আদর্শ প্রতিবেদনের বৈশিষ্ট্য ও আই নিউজ বিডি এর প্রত্যাশা

    জার্নালিজমের মূল ভিত্তি হলো সত্য, নিরপেক্ষতা এবং দায়বদ্ধতা। একটি প্রতিবেদনের মান বিচার করা হয় তার তথ্যের সঠিকতা, বিশ্লেষণক্ষমতা, পাঠকের কাছে সহজবোধ্যতা এবং প্রাসঙ্গিকতার উপর। আজকের তথ্যবহুল সমাজে সংবাদদাতা বা রিপোর্টারদের কাজের গুরুত্ব অত্যন্ত বেড়েছে। একটি আদর্শ প্রতিবেদন সঠিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়, যা পাঠক বা দর্শককে সম্পূর্ণ ও স্পষ্ট ধারণা দেয়।

    আই নিউজ বিডি’র মত একটি বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম সর্বদা প্রত্যাশা করে যে তাদের রিপোর্টার ও সাংবাদিকগণ মানসম্পন্ন, সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও মানবিক প্রতিবেদন করবেন।

    ১। একটি আদর্শ প্রতিবেদনের বৈশিষ্ট্য
    ১.১ তথ্যের সঠিকতা (Accuracy)
    একটি আদর্শ প্রতিবেদনের সর্বপ্রথম বৈশিষ্ট্য হল তথ্যের সঠিকতা। সঠিক তথ্য ছাড়া প্রতিবেদন হবে অকেজো, বিভ্রান্তিকর এবং অপপ্রচার সৃষ্টি করতে পারে।

    তথ্যের উৎস নির্ভরযোগ্য হতে হবে।

    ঘটনাস্থল থেকে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করা উচিত।

    গুজব ও অসত্য তথ্যের থেকে দূরে থাকতে হবে।

    ১.২ নিরপেক্ষতা (Objectivity)
    রিপোর্টার বা সাংবাদিকের কোনো ব্যক্তিগত মতামত, পক্ষপাত বা আবেগ প্রতিবেদনকে প্রভাবিত করতে পারে না।

    সংবাদে শুধুমাত্র তথ্য উপস্থাপন করা উচিত।

    প্রতিটি পক্ষের বক্তব্য নেওয়া ও উপস্থাপন করা জরুরি।

    সমালোচনা বা মন্তব্য থাকলে সেটি আলাদা অংশে বা সম্পাদকীয়তে উপস্থাপন করা উচিত।

    ১.৩ সম্পূর্ণতা (Completeness)
    রিপোর্টে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকা আবশ্যক যাতে পাঠক/দর্শক পুরো ঘটনা বুঝতে পারে।

    কারা, কি, কখন, কোথায়, কেন এবং কিভাবে — এসব প্রশ্নের উত্তর থাকতে হবে। (৫W + ১H)

    ঘটনাস্থল, প্রেক্ষাপট এবং প্রভাব নিয়ে বিস্তারিত থাকা প্রয়োজন।

    ১.৪ প্রাসঙ্গিকতা (Relevance)
    প্রতিবেদন সংশ্লিষ্ট ও পাঠকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হওয়া উচিত।

    খবরের সময়োপযোগিতা থাকতে হবে।

    জনস্বার্থে যে বিষয় গুরুত্বপূর্ণ তা তুলে ধরা উচিত।

    ১.৫ ভাষার সরলতা ও পাঠযোগ্যতা (Clarity and Readability)
    সহজ ও স্পষ্ট ভাষায় লেখা।

    কঠিন শব্দ, জটিল বাক্য ব্যবহার এড়িয়ে চলা।

    প্রাসঙ্গিক শব্দ ব্যবহার এবং তথ্যের সংগতি রাখা।

    ১.৬ গঠন (Structure)
    একটি প্রতিবেদনের গঠন অবশ্যই সুশৃঙ্খল ও পাঠযোগ্য হতে হবে।

    পরিচিতি বা ভূমিকা দিয়ে শুরু।

    মূল বিষয়বস্তু মাঝামাঝি অংশে।

    উপসংহার বা ভবিষ্যৎ প্রভাব নিয়ে শেষ।

    ১.৭ সংক্ষিপ্ততা (Conciseness)
    তথ্য সঠিক পরিমাণে, অতিরিক্ত তথ্য না দিয়ে।

    বিরক্তিকর পুনরাবৃত্তি এড়িয়ে চলা।

    ১.৮ সত্যনিষ্ঠা ও নৈতিকতা (Integrity and Ethics)
    কোনরূপ বিকৃত তথ্য দেয়া যাবেনা।

    ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে হবে।

    বিজ্ঞাপন, প্রভাব বা অন্য কোনো অনৈতিক উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করা যাবে না।

    ২। প্রতিবেদন তৈরির গুরুত্বপূর্ণ ধাপ
    ২.১ পরিকল্পনা ও প্রস্তুতি
    কোন বিষয় নিয়ে রিপোর্ট করা হবে তা ঠিক করা।

    প্রয়োজনীয় তথ্যের খোঁজ এবং সাক্ষাৎকারের প্রস্তুতি।

    ২.২ তথ্য সংগ্রহ
    ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ।

    সাক্ষাৎকার ও বর্ণনা সংগ্রহ।

    প্রয়োজনীয় ডকুমেন্ট ও সূত্রাদি সংগ্রহ।

    ২.৩ তথ্য যাচাই-বাছাই
    তথ্যের সত্যতা যাচাই।

    বিভিন্ন দিক থেকে তথ্য যাচাই করে বিপরীতমতাবলির বিবেচনা।

    ২.৪ প্রতিবেদন লেখা
    সংক্ষিপ্ত, স্পষ্ট এবং পাঠক বান্ধব ভাষায় লেখা।

    মূল তথ্য প্রথমে ও বিস্তারিত পরে উপস্থাপন।

    ২.৫ সম্পাদনা ও পুনঃপরীক্ষা
    বানান, ব্যাকরণ, তথ্যবিভ্রাট পরীক্ষা।

    সম্পাদকের মাধ্যমে যাচাই ও প্রুফরিডিং।

    ২.৬ প্রকাশ
    সময়োপযোগী প্রকাশ।

    মাল্টিমিডিয়া উপস্থাপনা (যদি থাকে)।

    ৩। আই নিউজ বিডি কী চায়?
    আই নিউজ বিডি একজন প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিক থেকে নিচের গুণাবলী প্রত্যাশা করে:

    ৩.১ সততা ও দায়বদ্ধতা
    তথ্য সংগ্রহে ও প্রতিবেদন লেখায় সর্বদা সততা।

    কখনো গুজব বা ভিত্তিহীন তথ্য পরিবেশন করবেন না।

    নিজের কাজের প্রতি দায়বদ্ধতা।

    ৩.২ নিয়মিত ও সময়মত প্রতিবেদন
    নিয়মিত কাজের মাধ্যমে সক্রিয় থাকা।

    নির্ধারিত সময়ে সংবাদ পাঠানো।

    হঠাৎ গুরুত্বপূর্ণ ঘটনা হলে দ্রুত আপডেট দেওয়া।

    ৩.৩ তথ্যের গভীরতা ও বিশ্লেষণ
    শুধুমাত্র সাধারণ খবর নয়, গভীর বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন।

    পাঠককে নতুন তথ্য ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা।

    ৩.৪ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা
    মানুষের দুর্ভোগ ও সমস্যা ফুটিয়ে তোলা।

    সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা।

    ৩.৫ প্রযুক্তি ও মাল্টিমিডিয়া দক্ষতা
    ভিডিও রিপোর্টিং, ফটো ও অডিও ব্যবহারে দক্ষতা।

    সোশ্যাল মিডিয়ায় কার্যকরী সংবাদ পরিবেশন।

    ৪। প্রতিবেদন তৈরির সময় সতর্কতা
    ৪.১ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা
    অপরাধ বা বিতর্কিত ঘটনায় ব্যক্তির গোপনীয়তা রক্ষা।

    ৪.২ পক্ষপাতিত্ব পরিহার
    কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব না রাখা।

    ৪.৩ দায়িত্বশীলতা
    ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকা।

    ৪.৪ আইন সম্মত প্রতিবেদন
    দেশের ডিজিটাল নিরাপত্তা আইন ও অন্যান্য আইন মেনে চলা।

    ৫। আই নিউজ বিডি’র প্রশিক্ষণ ও সহায়তা
    আই নিউজ বিডি নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও দিকনির্দেশনা প্রদান করে থাকে। যাতে তারা সাংবাদিকতা নৈতিকতা, প্রযুক্তি ব্যবহার, অনুসন্ধানী রিপোর্টিং এবং মাল্টিমিডিয়া দক্ষতা অর্জন করতে পারে।

    একটি আদর্শ প্রতিবেদন শুধু সংবাদ পরিবেশন নয়, তা সমাজের জন্য একটি দায়িত্ব ও দৃষ্টান্ত। আই নিউজ বিডি সেই দৃষ্টান্ত প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করে আমাদের রিপোর্টাররা মানসম্পন্ন, সত্যনিষ্ঠ ও মানবিক প্রতিবেদন করবেন।
    একটি আদর্শ প্রতিবেদনের বৈশিষ্ট্য ও আই নিউজ বিডি এর প্রত্যাশা জার্নালিজমের মূল ভিত্তি হলো সত্য, নিরপেক্ষতা এবং দায়বদ্ধতা। একটি প্রতিবেদনের মান বিচার করা হয় তার তথ্যের সঠিকতা, বিশ্লেষণক্ষমতা, পাঠকের কাছে সহজবোধ্যতা এবং প্রাসঙ্গিকতার উপর। আজকের তথ্যবহুল সমাজে সংবাদদাতা বা রিপোর্টারদের কাজের গুরুত্ব অত্যন্ত বেড়েছে। একটি আদর্শ প্রতিবেদন সঠিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়, যা পাঠক বা দর্শককে সম্পূর্ণ ও স্পষ্ট ধারণা দেয়। আই নিউজ বিডি’র মত একটি বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম সর্বদা প্রত্যাশা করে যে তাদের রিপোর্টার ও সাংবাদিকগণ মানসম্পন্ন, সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও মানবিক প্রতিবেদন করবেন। ১। একটি আদর্শ প্রতিবেদনের বৈশিষ্ট্য ১.১ তথ্যের সঠিকতা (Accuracy) একটি আদর্শ প্রতিবেদনের সর্বপ্রথম বৈশিষ্ট্য হল তথ্যের সঠিকতা। সঠিক তথ্য ছাড়া প্রতিবেদন হবে অকেজো, বিভ্রান্তিকর এবং অপপ্রচার সৃষ্টি করতে পারে। তথ্যের উৎস নির্ভরযোগ্য হতে হবে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করা উচিত। গুজব ও অসত্য তথ্যের থেকে দূরে থাকতে হবে। ১.২ নিরপেক্ষতা (Objectivity) রিপোর্টার বা সাংবাদিকের কোনো ব্যক্তিগত মতামত, পক্ষপাত বা আবেগ প্রতিবেদনকে প্রভাবিত করতে পারে না। সংবাদে শুধুমাত্র তথ্য উপস্থাপন করা উচিত। প্রতিটি পক্ষের বক্তব্য নেওয়া ও উপস্থাপন করা জরুরি। সমালোচনা বা মন্তব্য থাকলে সেটি আলাদা অংশে বা সম্পাদকীয়তে উপস্থাপন করা উচিত। ১.৩ সম্পূর্ণতা (Completeness) রিপোর্টে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকা আবশ্যক যাতে পাঠক/দর্শক পুরো ঘটনা বুঝতে পারে। কারা, কি, কখন, কোথায়, কেন এবং কিভাবে — এসব প্রশ্নের উত্তর থাকতে হবে। (৫W + ১H) ঘটনাস্থল, প্রেক্ষাপট এবং প্রভাব নিয়ে বিস্তারিত থাকা প্রয়োজন। ১.৪ প্রাসঙ্গিকতা (Relevance) প্রতিবেদন সংশ্লিষ্ট ও পাঠকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হওয়া উচিত। খবরের সময়োপযোগিতা থাকতে হবে। জনস্বার্থে যে বিষয় গুরুত্বপূর্ণ তা তুলে ধরা উচিত। ১.৫ ভাষার সরলতা ও পাঠযোগ্যতা (Clarity and Readability) সহজ ও স্পষ্ট ভাষায় লেখা। কঠিন শব্দ, জটিল বাক্য ব্যবহার এড়িয়ে চলা। প্রাসঙ্গিক শব্দ ব্যবহার এবং তথ্যের সংগতি রাখা। ১.৬ গঠন (Structure) একটি প্রতিবেদনের গঠন অবশ্যই সুশৃঙ্খল ও পাঠযোগ্য হতে হবে। পরিচিতি বা ভূমিকা দিয়ে শুরু। মূল বিষয়বস্তু মাঝামাঝি অংশে। উপসংহার বা ভবিষ্যৎ প্রভাব নিয়ে শেষ। ১.৭ সংক্ষিপ্ততা (Conciseness) তথ্য সঠিক পরিমাণে, অতিরিক্ত তথ্য না দিয়ে। বিরক্তিকর পুনরাবৃত্তি এড়িয়ে চলা। ১.৮ সত্যনিষ্ঠা ও নৈতিকতা (Integrity and Ethics) কোনরূপ বিকৃত তথ্য দেয়া যাবেনা। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে হবে। বিজ্ঞাপন, প্রভাব বা অন্য কোনো অনৈতিক উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করা যাবে না। ২। প্রতিবেদন তৈরির গুরুত্বপূর্ণ ধাপ ২.১ পরিকল্পনা ও প্রস্তুতি কোন বিষয় নিয়ে রিপোর্ট করা হবে তা ঠিক করা। প্রয়োজনীয় তথ্যের খোঁজ এবং সাক্ষাৎকারের প্রস্তুতি। ২.২ তথ্য সংগ্রহ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ। সাক্ষাৎকার ও বর্ণনা সংগ্রহ। প্রয়োজনীয় ডকুমেন্ট ও সূত্রাদি সংগ্রহ। ২.৩ তথ্য যাচাই-বাছাই তথ্যের সত্যতা যাচাই। বিভিন্ন দিক থেকে তথ্য যাচাই করে বিপরীতমতাবলির বিবেচনা। ২.৪ প্রতিবেদন লেখা সংক্ষিপ্ত, স্পষ্ট এবং পাঠক বান্ধব ভাষায় লেখা। মূল তথ্য প্রথমে ও বিস্তারিত পরে উপস্থাপন। ২.৫ সম্পাদনা ও পুনঃপরীক্ষা বানান, ব্যাকরণ, তথ্যবিভ্রাট পরীক্ষা। সম্পাদকের মাধ্যমে যাচাই ও প্রুফরিডিং। ২.৬ প্রকাশ সময়োপযোগী প্রকাশ। মাল্টিমিডিয়া উপস্থাপনা (যদি থাকে)। ৩। আই নিউজ বিডি কী চায়? আই নিউজ বিডি একজন প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিক থেকে নিচের গুণাবলী প্রত্যাশা করে: ৩.১ সততা ও দায়বদ্ধতা তথ্য সংগ্রহে ও প্রতিবেদন লেখায় সর্বদা সততা। কখনো গুজব বা ভিত্তিহীন তথ্য পরিবেশন করবেন না। নিজের কাজের প্রতি দায়বদ্ধতা। ৩.২ নিয়মিত ও সময়মত প্রতিবেদন নিয়মিত কাজের মাধ্যমে সক্রিয় থাকা। নির্ধারিত সময়ে সংবাদ পাঠানো। হঠাৎ গুরুত্বপূর্ণ ঘটনা হলে দ্রুত আপডেট দেওয়া। ৩.৩ তথ্যের গভীরতা ও বিশ্লেষণ শুধুমাত্র সাধারণ খবর নয়, গভীর বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন। পাঠককে নতুন তথ্য ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা। ৩.৪ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা মানুষের দুর্ভোগ ও সমস্যা ফুটিয়ে তোলা। সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা। ৩.৫ প্রযুক্তি ও মাল্টিমিডিয়া দক্ষতা ভিডিও রিপোর্টিং, ফটো ও অডিও ব্যবহারে দক্ষতা। সোশ্যাল মিডিয়ায় কার্যকরী সংবাদ পরিবেশন। ৪। প্রতিবেদন তৈরির সময় সতর্কতা ৪.১ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা অপরাধ বা বিতর্কিত ঘটনায় ব্যক্তির গোপনীয়তা রক্ষা। ৪.২ পক্ষপাতিত্ব পরিহার কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব না রাখা। ৪.৩ দায়িত্বশীলতা ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকা। ৪.৪ আইন সম্মত প্রতিবেদন দেশের ডিজিটাল নিরাপত্তা আইন ও অন্যান্য আইন মেনে চলা। ৫। আই নিউজ বিডি’র প্রশিক্ষণ ও সহায়তা আই নিউজ বিডি নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও দিকনির্দেশনা প্রদান করে থাকে। যাতে তারা সাংবাদিকতা নৈতিকতা, প্রযুক্তি ব্যবহার, অনুসন্ধানী রিপোর্টিং এবং মাল্টিমিডিয়া দক্ষতা অর্জন করতে পারে। একটি আদর্শ প্রতিবেদন শুধু সংবাদ পরিবেশন নয়, তা সমাজের জন্য একটি দায়িত্ব ও দৃষ্টান্ত। আই নিউজ বিডি সেই দৃষ্টান্ত প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করে আমাদের রিপোর্টাররা মানসম্পন্ন, সত্যনিষ্ঠ ও মানবিক প্রতিবেদন করবেন।
    Love
    Like
    6
    8 Comentários 0 Compartilhamentos 2KB Visualizações 0 Anterior
  • উপজেলা পর্যায়ের সাংবাদিকতার কার্যক্রম: দায়িত্ব, কর্মপদ্ধতি ও আই নিউজ বিডির প্রত্যাশা

    বাংলাদেশের গণমাধ্যম ব্যবস্থায় উপজেলা পর্যায়ের সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা দেশের সবচেয়ে নিকটতম সংবাদ পরিবেশক যারা গ্রাম-গঞ্জ থেকে শুরু করে ছোট ছোট অঞ্চলগুলোর খবর পৌঁছে দেন জাতীয় পর্যায়ে। তাদের মাধ্যমে মানুষের জীবনের কষ্ট, আনন্দ, সমস্যা, উন্নয়ন ও সামাজিক পরিবর্তন দেশের সব শ্রেণী ও অংশে পৌঁছায়।

    তাই উপজেলায় একজন সাংবাদিকের কাজের ধরন ও কর্মপদ্ধতি সঠিক হওয়া প্রয়োজন। আই নিউজ বিডি তাদেরকে নিখুঁত ও পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নির্দিষ্ট দিকনির্দেশনা, মানদণ্ড ও প্রত্যাশা নিয়ে কাজ করে।

    ১. উপজেলা পর্যায়ের সাংবাদিকের কাজের ধরন
    উপজেলা সাংবাদিকতার মূল বৈশিষ্ট্য হলো—

    স্থানীয় ঘটনার সরাসরি কাভারেজ: উপজেলা ও তার আশপাশের এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অপরাধ, বন্যা, দুর্যোগ, রাজনৈতিক কর্মকাণ্ড ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করা।

    সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতিবেদন: দরিদ্র, নিম্নবিত্ত ও প্রতিবন্ধী মানুষের দৈনন্দিন সমস্যা তুলে ধরা।

    স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ।

    জেলা ও জাতীয় সংবাদ মাধ্যমের জন্য উপজেলা পর্যায়ের প্রতিনিধি হিসাবে কাজ।

    কাজের প্রকৃতি
    রিপোর্টিং: স্থানীয় তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ ও সত্যতা যাচাই।

    নিউজ রাইটিং: স্বচ্ছ, নিরপেক্ষ ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন লেখা।

    ভিডিও নিউজ: ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ ধারণ ও ভিডিও প্রতিবেদন তৈরি।

    ফলো আপ: একটি ঘটনার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার জন্য পরবর্তীতে তথ্য সংগ্রহ।

    মতামত সংগ্রহ: বিভিন্ন পক্ষের মতামত ও প্রতিক্রিয়া নেওয়া।

    ২. উপজেলা সাংবাদিকের কাজের আদর্শ পদ্ধতি
    ২.১ সময়ানুবর্তিতা
    উপজেলা সংবাদ পরিবেশন ক্ষেত্রে সময়ানুবর্তিতা খুবই গুরুত্বপূর্ণ। ঘটনার দ্রুত তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ জরুরি।

    ২.২ নিরপেক্ষতা ও সততা
    সর্বোচ্চ সততা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে। কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। তথ্য যাচাই করা হবে যত্নসহকারে।

    ২.৩ পেশাদারিত্ব
    গোপনীয়তা রক্ষা করা।

    ব্যক্তিগত মতামত থেকে বিরত থাকা।

    সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখা।

    দায়িত্বশীল আচরণ।

    ২.৪ তথ্য সংগ্রহের নৈতিকতা
    সঠিক উৎস থেকে তথ্য সংগ্রহ, অনুমতি নিয়ে ছবি ও ভিডিও গ্রহণ, ব্যাক্তির সম্মতি থাকা।

    ৩. উপজেলা সাংবাদিকের প্রধান দায়িত্ব ও কাজ
    ৩.১ স্থানীয় প্রশাসনের কর্মকাণ্ড পরিদর্শন
    সরকারি বিভিন্ন প্রকল্প, পরিষেবা ও কর্মসূচির বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং জনসাধারণের কাছে এর সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

    ৩.২ সমাজের সমস্যা চিহ্নিতকরণ
    দুর্ভোগ, অবহেলা, অপরাধ, দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য সংকটের খবর তুলে ধরা।

    ৩.৩ প্রতিবেদন তৈরি
    পর্যাপ্ত তথ্য ও সাক্ষাৎকার সংগ্রহ করে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন লেখা।

    ৩.৪ ভিডিও ও ফটো রিপোর্টিং
    গ্রামের ঘটনাবলি, অনুষ্টান, সভা, মিছিল, দুঃখ, দুর্ঘটনা সহ জীবনের নানা দিক তুলে ধরা।

    ৪. কাজের কৌশল: কীভাবে কাজ করা উচিত?
    ৪.১ প্রস্তুতি
    আগাম বিষয়বস্তু ও ঘটনা সম্পর্কে ধারণা নেওয়া।

    প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা (মোবাইল, ক্যামেরা, নোটবুক)।

    স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা।

    ৪.২ কার্যক্ষেত্রে সতর্কতা
    ঘটনাস্থলে নিরাপত্তা বজায় রাখা।

    পক্ষপাতমুক্ত থাকার চেষ্টা।

    তথ্য সংগ্রহে ধৈর্যশীল হওয়া।

    ৪.৩ তথ্য যাচাই ও বিশ্লেষণ
    একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ।

    প্রাসঙ্গিক ও নির্ভুল তথ্য নির্বাচন।

    তথ্যের সত্যতা যাচাই করা।

    ৪.৪ রিপোর্টিং ও প্রকাশনা
    ভাষা সহজ ও প্রাঞ্জল রাখা।

    তথ্য স্পষ্ট ও সংক্ষিপ্ত উপস্থাপন।

    সময়মতো প্রতিবেদন পাঠানো।

    ৫. আই নিউজ বিডির প্রত্যাশা ও নির্দেশনা
    ৫.১ নিয়মিততা
    প্রতিদিনের সংবাদ সংগ্রহে নিয়মিত অংশগ্রহণ এবং সময়মতো প্রতিবেদন পাঠানো।

    ৫.২ মানসম্মত প্রতিবেদন
    তথ্যসমৃদ্ধ, নিরপেক্ষ ও প্রাঞ্জল ভাষায় প্রতিবেদন লেখা।

    ৫.৩ ভিডিও নিউজে মনোযোগ
    ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে প্রফেশনাল মানের ভিডিও প্রতিবেদন তৈরি করা।

    ৫.৪ নৈতিকতা ও সততা
    কেউ টাকা নিয়ে নিউজ করতে পারবেন না।

    কোন প্রকার বিকৃত তথ্য বা গুজব প্রচার করা যাবে না।

    মানবাধিকার ও গণমাধ্যম নীতিমালা মেনে চলতে হবে।

    ৫.৫ যোগাযোগ ও সহযোগিতা
    অফিসের নির্দেশনা ও প্ল্যানিং মেনে চলা, সহযোগীতা প্রদান ও রিপোর্টারদের মধ্যে মতবিনিময় বৃদ্ধি করা।

    ৬. দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সিঁড়ি
    উপজেলা পর্যায়ের সাংবাদিকদের হাতে বাংলাদেশের সঠিক তথ্য পরিবেশনের দায়িত্ব। এই দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা, সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব অপরিহার্য। আই নিউজ বিডি এই মূল্যবোধগুলো মেনে চলতে এবং স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

    আমাদের প্রত্যাশা, প্রত্যেক সাংবাদিক দক্ষতা বৃদ্ধি করে সাংবাদিকতাকে শ্রদ্ধা ও দায়িত্বের কাজে রূপান্তর করবে। এতে শুধু নিজের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে না, দেশ ও সমাজও লাভবান হবে।
    উপজেলা পর্যায়ের সাংবাদিকতার কার্যক্রম: দায়িত্ব, কর্মপদ্ধতি ও আই নিউজ বিডির প্রত্যাশা বাংলাদেশের গণমাধ্যম ব্যবস্থায় উপজেলা পর্যায়ের সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা দেশের সবচেয়ে নিকটতম সংবাদ পরিবেশক যারা গ্রাম-গঞ্জ থেকে শুরু করে ছোট ছোট অঞ্চলগুলোর খবর পৌঁছে দেন জাতীয় পর্যায়ে। তাদের মাধ্যমে মানুষের জীবনের কষ্ট, আনন্দ, সমস্যা, উন্নয়ন ও সামাজিক পরিবর্তন দেশের সব শ্রেণী ও অংশে পৌঁছায়। তাই উপজেলায় একজন সাংবাদিকের কাজের ধরন ও কর্মপদ্ধতি সঠিক হওয়া প্রয়োজন। আই নিউজ বিডি তাদেরকে নিখুঁত ও পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নির্দিষ্ট দিকনির্দেশনা, মানদণ্ড ও প্রত্যাশা নিয়ে কাজ করে। ১. উপজেলা পর্যায়ের সাংবাদিকের কাজের ধরন উপজেলা সাংবাদিকতার মূল বৈশিষ্ট্য হলো— স্থানীয় ঘটনার সরাসরি কাভারেজ: উপজেলা ও তার আশপাশের এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অপরাধ, বন্যা, দুর্যোগ, রাজনৈতিক কর্মকাণ্ড ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করা। সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতিবেদন: দরিদ্র, নিম্নবিত্ত ও প্রতিবন্ধী মানুষের দৈনন্দিন সমস্যা তুলে ধরা। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ। জেলা ও জাতীয় সংবাদ মাধ্যমের জন্য উপজেলা পর্যায়ের প্রতিনিধি হিসাবে কাজ। কাজের প্রকৃতি রিপোর্টিং: স্থানীয় তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ ও সত্যতা যাচাই। নিউজ রাইটিং: স্বচ্ছ, নিরপেক্ষ ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন লেখা। ভিডিও নিউজ: ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ ধারণ ও ভিডিও প্রতিবেদন তৈরি। ফলো আপ: একটি ঘটনার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার জন্য পরবর্তীতে তথ্য সংগ্রহ। মতামত সংগ্রহ: বিভিন্ন পক্ষের মতামত ও প্রতিক্রিয়া নেওয়া। ২. উপজেলা সাংবাদিকের কাজের আদর্শ পদ্ধতি ২.১ সময়ানুবর্তিতা উপজেলা সংবাদ পরিবেশন ক্ষেত্রে সময়ানুবর্তিতা খুবই গুরুত্বপূর্ণ। ঘটনার দ্রুত তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ জরুরি। ২.২ নিরপেক্ষতা ও সততা সর্বোচ্চ সততা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে। কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। তথ্য যাচাই করা হবে যত্নসহকারে। ২.৩ পেশাদারিত্ব গোপনীয়তা রক্ষা করা। ব্যক্তিগত মতামত থেকে বিরত থাকা। সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখা। দায়িত্বশীল আচরণ। ২.৪ তথ্য সংগ্রহের নৈতিকতা সঠিক উৎস থেকে তথ্য সংগ্রহ, অনুমতি নিয়ে ছবি ও ভিডিও গ্রহণ, ব্যাক্তির সম্মতি থাকা। ৩. উপজেলা সাংবাদিকের প্রধান দায়িত্ব ও কাজ ৩.১ স্থানীয় প্রশাসনের কর্মকাণ্ড পরিদর্শন সরকারি বিভিন্ন প্রকল্প, পরিষেবা ও কর্মসূচির বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং জনসাধারণের কাছে এর সঠিক তথ্য পৌঁছে দেওয়া। ৩.২ সমাজের সমস্যা চিহ্নিতকরণ দুর্ভোগ, অবহেলা, অপরাধ, দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য সংকটের খবর তুলে ধরা। ৩.৩ প্রতিবেদন তৈরি পর্যাপ্ত তথ্য ও সাক্ষাৎকার সংগ্রহ করে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন লেখা। ৩.৪ ভিডিও ও ফটো রিপোর্টিং গ্রামের ঘটনাবলি, অনুষ্টান, সভা, মিছিল, দুঃখ, দুর্ঘটনা সহ জীবনের নানা দিক তুলে ধরা। ৪. কাজের কৌশল: কীভাবে কাজ করা উচিত? ৪.১ প্রস্তুতি আগাম বিষয়বস্তু ও ঘটনা সম্পর্কে ধারণা নেওয়া। প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা (মোবাইল, ক্যামেরা, নোটবুক)। স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। ৪.২ কার্যক্ষেত্রে সতর্কতা ঘটনাস্থলে নিরাপত্তা বজায় রাখা। পক্ষপাতমুক্ত থাকার চেষ্টা। তথ্য সংগ্রহে ধৈর্যশীল হওয়া। ৪.৩ তথ্য যাচাই ও বিশ্লেষণ একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ। প্রাসঙ্গিক ও নির্ভুল তথ্য নির্বাচন। তথ্যের সত্যতা যাচাই করা। ৪.৪ রিপোর্টিং ও প্রকাশনা ভাষা সহজ ও প্রাঞ্জল রাখা। তথ্য স্পষ্ট ও সংক্ষিপ্ত উপস্থাপন। সময়মতো প্রতিবেদন পাঠানো। ৫. আই নিউজ বিডির প্রত্যাশা ও নির্দেশনা ৫.১ নিয়মিততা প্রতিদিনের সংবাদ সংগ্রহে নিয়মিত অংশগ্রহণ এবং সময়মতো প্রতিবেদন পাঠানো। ৫.২ মানসম্মত প্রতিবেদন তথ্যসমৃদ্ধ, নিরপেক্ষ ও প্রাঞ্জল ভাষায় প্রতিবেদন লেখা। ৫.৩ ভিডিও নিউজে মনোযোগ ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে প্রফেশনাল মানের ভিডিও প্রতিবেদন তৈরি করা। ৫.৪ নৈতিকতা ও সততা কেউ টাকা নিয়ে নিউজ করতে পারবেন না। কোন প্রকার বিকৃত তথ্য বা গুজব প্রচার করা যাবে না। মানবাধিকার ও গণমাধ্যম নীতিমালা মেনে চলতে হবে। ৫.৫ যোগাযোগ ও সহযোগিতা অফিসের নির্দেশনা ও প্ল্যানিং মেনে চলা, সহযোগীতা প্রদান ও রিপোর্টারদের মধ্যে মতবিনিময় বৃদ্ধি করা। ৬. দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সিঁড়ি উপজেলা পর্যায়ের সাংবাদিকদের হাতে বাংলাদেশের সঠিক তথ্য পরিবেশনের দায়িত্ব। এই দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা, সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব অপরিহার্য। আই নিউজ বিডি এই মূল্যবোধগুলো মেনে চলতে এবং স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা, প্রত্যেক সাংবাদিক দক্ষতা বৃদ্ধি করে সাংবাদিকতাকে শ্রদ্ধা ও দায়িত্বের কাজে রূপান্তর করবে। এতে শুধু নিজের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে না, দেশ ও সমাজও লাভবান হবে।
    Love
    2
    0 Comentários 0 Compartilhamentos 2KB Visualizações 0 Anterior
  • ভিডিও নিউজ তৈরির ব্যাপক আলোচনা: বাংলাদেশের প্রেক্ষাপট ও আই নিউজ বিডির দৃষ্টিভঙ্গি

    বর্তমান সময়ে তথ্যের গতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দ্রুত, স্পষ্ট ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভিডিও নিউজ এখনো গণমাধ্যমের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে পরিগণিত। বাংলাদেশেও গত কয়েক বছর ধরে ভিডিও নিউজের চাহিদা বৃদ্ধি পেয়েছে, এবং ডিজিটাল যুগে এর প্রভাব ক্রমশ বেড়েই চলেছে।

    আই নিউজ বিডি এ ক্ষেত্রটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে, কারণ আমরা বিশ্বাস করি— ভালো ভিডিও নিউজ তৈরি করে আমরা শুধু তথ্য পৌঁছে দিই না, বরং জনমনে সচেতনতা ও সামাজিক পরিবর্তনও আনি। এই আলোচনায় আমরা বাংলাদেশের ভিডিও নিউজ তৈরির বর্তমান অবস্থা, সমস্যা ও সুযোগ-সুবিধা বিশ্লেষণ করব এবং আই নিউজ বিডির নীতি, উদ্দেশ্য ও প্রত্যাশা তুলে ধরব।

    বাংলাদেশের ভিডিও নিউজের বর্তমান অবস্থা: এক নজরে
    বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসারে ভিডিও নিউজ একটি দ্রুত বর্ধনশীল মাধ্যম। বিভিন্ন সংবাদ সংস্থা, অনলাইন নিউজ পোর্টাল, এবং স্বতন্ত্র সাংবাদিকরা এখন ভিডিওর মাধ্যমে দ্রুত খবর পরিবেশন করছেন। কিন্তু এর সাথে জড়িত রয়েছে কিছু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা, যেমন—

    প্রযুক্তিগত অভাব: অনেক সংবাদকর্মীর কাছে উচ্চমানের ক্যামেরা, সাউন্ড ও এডিটিং সফটওয়্যার নেই।

    প্রফেশনাল গাইডলাইন ও প্রশিক্ষণের অভাব: অধিকাংশ সময় রিপোর্টাররা ভিডিও নিউজ তৈরিতে দক্ষ নয়, ফলে মান নিয়ন্ত্রণ ব্যাহত হয়।

    কনটেন্টের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা: প্রায়ই দেখা যায় বানোয়াট বা অসম্পূর্ণ তথ্য দিয়ে ভিডিও নিউজ তৈরি হয়, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হ্রাস করে।

    আর্থিক ও মানবসম্পদের সীমাবদ্ধতা: ছোট ছোট নিউজ আউটলেটগুলোতে ভিডিও প্রোডাকশনে যথাযথ বাজেট বা প্রশিক্ষিত কর্মী থাকে না।

    এই সীমাবদ্ধতা অতিক্রম করে ভিডিও নিউজের মানোন্নয়ন ও সঠিক ব্যবহারে ‘আই নিউজ বিডি’ বিশেষ গুরুত্ব দেয়।

    আই নিউজ বিডির ভিডিও নিউজ সংক্রান্ত দর্শন ও উদ্দেশ্য
    আমাদের মিশন হলো:

    গণমাধ্যমে তথ্যপ্রবাহের গতিশীলতা বৃদ্ধি করা।

    সঠিক ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

    ভিডিও নিউজের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর সরাসরি পৌঁছে দেওয়া।

    প্রতিটি অঞ্চল ও শ্রেণীর মানুষের সংবাদ উপস্থাপন করা।

    রিপোর্টার ও কন্ট্রিবিউটরদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান।

    আই নিউজ বিডির ভিডিও নিউজ তৈরির নীতি তিনটি প্রধান স্তম্ভের উপর প্রতিষ্ঠিত—

    ১. মান (Quality)
    শুধুমাত্র দ্রুত নয়, যথাযথ তথ্য এবং সঠিক উপস্থাপনায় ভিডিও তৈরি করা।

    ২. সততা (Integrity)
    বিষয়বস্তুতে কোন রকম ভ্রান্তি, অনুমান বা অপপ্রচার না থাকা।

    ৩. নিয়মিততা (Consistency)
    প্রতিনিয়ত ভিডিও নিউজ প্রকাশের মাধ্যমে একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

    ভিডিও নিউজ তৈরির জন্য আই নিউজ বিডির কাঠামো
    আমাদের ভিডিও নিউজ তৈরির প্রক্রিয়া এবং দিকনির্দেশনা অন্তর্ভুক্ত—

    বিষয় নির্বাচন ও গবেষণা
    খবরের গুরুত্ব বুঝে প্রাসঙ্গিক বিষয় বাছাই করা।

    ঘটনাস্থলে নিজে গিয়ে সত্যতা যাচাই করা।

    প্রাসঙ্গিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও বক্তব্য নেওয়া।

    ভিডিওগ্রাফি
    মোবাইল বা ক্যামেরা সঠিকভাবে ব্যবহার করা।

    ক্যামেরা স্থির রাখা এবং প্রয়োজনমত প্যান, জুম করা।

    আলো ও শব্দের যথাযথ ব্যাবস্থা রাখা।

    এডিটিং ও প্রোডাকশন
    ভিডিওর অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলা।

    সাবটাইটেল, টাইটেল, গ্রাফিক্স যোগ করা।

    সাউন্ড মিক্সিং করে ভিডিওর মান উন্নত করা।

    প্রকাশনা ও প্রচার
    সঠিক সময়ে এবং সঠিক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করা।

    দর্শকের প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে দেখা এবং বিশ্লেষণ করা।

    বাংলাদেশের ভিডিও নিউজের সমস্যা ও সমাধান: আই নিউজ বিডির ভূমিকা
    বাংলাদেশে অনেক রিপোর্টার এখনও ভিডিও নিউজের ক্ষেত্রে পরিপূর্ণ দক্ষতা অর্জন করেননি। এর ফলে মানসম্পন্ন ভিডিও নিউজ তৈরি কঠিন। আই নিউজ বিডি এই সমস্যার মোকাবিলায় নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেছে—

    প্রশিক্ষণ কর্মশালা: আমাদের নিয়মিত প্রশিক্ষণ সেশন ও মিটিংয়ের মাধ্যমে রিপোর্টারদের ভিডিওর টেকনিক্যাল দিক সম্পর্কে শিক্ষা দেয়া।

    গাইডলাইন ও টিউটোরিয়াল: রিপোর্টারদের জন্য ভিডিও তৈরির সহজ এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান।

    মান নিয়ন্ত্রণ ব্যবস্থা: ভিডিও নিউজ আপলোডের আগে মান যাচাই করা ও পরামর্শ প্রদান।

    প্রযুক্তি সহযোগিতা: প্রয়োজন অনুযায়ী ক্যামেরা, মাইক্রোফোন ও এডিটিং সফটওয়্যার সরবরাহ করা।

    রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য নির্দেশিকা
    ভিডিও তৈরির সময় বিবেচ্য বিষয়সমূহ
    প্রস্তুতি: নিউজ বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা রাখা।

    ভিডিও শট: পরিষ্কার, স্থির এবং প্রাসঙ্গিক শট গ্রহণ করা।

    সাউন্ড: শব্দের মান উন্নত করতে মাইক্রোফোন ব্যবহার ও ব্যাকগ্রাউন্ড শব্দ কমানো।

    সম্পাদনা: গল্পের ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও সম্পাদন করা।

    থামনেইল: আকর্ষণীয় ও বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ থামনেইল ব্যবহার করা।

    সংবাদ পরিবেশনের নীতি
    নিরপেক্ষতা বজায় রাখা।

    অপপ্রচার ও গুজব থেকে দূরে থাকা।

    সাধারণ মানুষের কষ্ট ও সাফল্য উভয় দিক তুলে ধরা।

    তথ্য যাচাই করা।

    মানবাধিকার ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

    ভবিষ্যত পরিকল্পনা ও উদ্যোগ
    আই নিউজ বিডি ভিডিও নিউজ তৈরিতে আরও উচ্চ মান প্রতিষ্ঠার লক্ষ্যে–

    ডেডিকেটেড ভিডিও রিপোর্টিং টিম গঠন।

    উন্নত ভিডিও সরঞ্জামাদি সংগ্রহ।

    নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপ।

    প্রযুক্তিগত সহযোগিতা ও উন্নয়ন।

    সবার জন্য সমান সুযোগ ও অংশগ্রহণ।

    ভিডিও নিউজ এখন শুধু খবর প্রকাশের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম যা মানুষের জীবন ও সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। বাংলাদেশে এই মাধ্যমের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ‘আই নিউজ বিডি’ নিবেদিতপ্রাণভাবে কাজ করে যাচ্ছে।

    আমাদের প্রত্যাশা, আমাদের রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টরা ভিডিও নিউজ তৈরির প্রতিটি ধাপে এই নীতিমালা মেনে চলবে, দক্ষতা বাড়াবে এবং জনসাধারণের জন্য মানসম্মত সংবাদ পরিবেশন নিশ্চিত করবে।
    ভিডিও নিউজ তৈরির ব্যাপক আলোচনা: বাংলাদেশের প্রেক্ষাপট ও আই নিউজ বিডির দৃষ্টিভঙ্গি বর্তমান সময়ে তথ্যের গতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দ্রুত, স্পষ্ট ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভিডিও নিউজ এখনো গণমাধ্যমের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে পরিগণিত। বাংলাদেশেও গত কয়েক বছর ধরে ভিডিও নিউজের চাহিদা বৃদ্ধি পেয়েছে, এবং ডিজিটাল যুগে এর প্রভাব ক্রমশ বেড়েই চলেছে। আই নিউজ বিডি এ ক্ষেত্রটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে, কারণ আমরা বিশ্বাস করি— ভালো ভিডিও নিউজ তৈরি করে আমরা শুধু তথ্য পৌঁছে দিই না, বরং জনমনে সচেতনতা ও সামাজিক পরিবর্তনও আনি। এই আলোচনায় আমরা বাংলাদেশের ভিডিও নিউজ তৈরির বর্তমান অবস্থা, সমস্যা ও সুযোগ-সুবিধা বিশ্লেষণ করব এবং আই নিউজ বিডির নীতি, উদ্দেশ্য ও প্রত্যাশা তুলে ধরব। বাংলাদেশের ভিডিও নিউজের বর্তমান অবস্থা: এক নজরে বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসারে ভিডিও নিউজ একটি দ্রুত বর্ধনশীল মাধ্যম। বিভিন্ন সংবাদ সংস্থা, অনলাইন নিউজ পোর্টাল, এবং স্বতন্ত্র সাংবাদিকরা এখন ভিডিওর মাধ্যমে দ্রুত খবর পরিবেশন করছেন। কিন্তু এর সাথে জড়িত রয়েছে কিছু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা, যেমন— প্রযুক্তিগত অভাব: অনেক সংবাদকর্মীর কাছে উচ্চমানের ক্যামেরা, সাউন্ড ও এডিটিং সফটওয়্যার নেই। প্রফেশনাল গাইডলাইন ও প্রশিক্ষণের অভাব: অধিকাংশ সময় রিপোর্টাররা ভিডিও নিউজ তৈরিতে দক্ষ নয়, ফলে মান নিয়ন্ত্রণ ব্যাহত হয়। কনটেন্টের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা: প্রায়ই দেখা যায় বানোয়াট বা অসম্পূর্ণ তথ্য দিয়ে ভিডিও নিউজ তৈরি হয়, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হ্রাস করে। আর্থিক ও মানবসম্পদের সীমাবদ্ধতা: ছোট ছোট নিউজ আউটলেটগুলোতে ভিডিও প্রোডাকশনে যথাযথ বাজেট বা প্রশিক্ষিত কর্মী থাকে না। এই সীমাবদ্ধতা অতিক্রম করে ভিডিও নিউজের মানোন্নয়ন ও সঠিক ব্যবহারে ‘আই নিউজ বিডি’ বিশেষ গুরুত্ব দেয়। আই নিউজ বিডির ভিডিও নিউজ সংক্রান্ত দর্শন ও উদ্দেশ্য আমাদের মিশন হলো: গণমাধ্যমে তথ্যপ্রবাহের গতিশীলতা বৃদ্ধি করা। সঠিক ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। ভিডিও নিউজের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর সরাসরি পৌঁছে দেওয়া। প্রতিটি অঞ্চল ও শ্রেণীর মানুষের সংবাদ উপস্থাপন করা। রিপোর্টার ও কন্ট্রিবিউটরদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান। আই নিউজ বিডির ভিডিও নিউজ তৈরির নীতি তিনটি প্রধান স্তম্ভের উপর প্রতিষ্ঠিত— ১. মান (Quality) শুধুমাত্র দ্রুত নয়, যথাযথ তথ্য এবং সঠিক উপস্থাপনায় ভিডিও তৈরি করা। ২. সততা (Integrity) বিষয়বস্তুতে কোন রকম ভ্রান্তি, অনুমান বা অপপ্রচার না থাকা। ৩. নিয়মিততা (Consistency) প্রতিনিয়ত ভিডিও নিউজ প্রকাশের মাধ্যমে একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। ভিডিও নিউজ তৈরির জন্য আই নিউজ বিডির কাঠামো আমাদের ভিডিও নিউজ তৈরির প্রক্রিয়া এবং দিকনির্দেশনা অন্তর্ভুক্ত— বিষয় নির্বাচন ও গবেষণা খবরের গুরুত্ব বুঝে প্রাসঙ্গিক বিষয় বাছাই করা। ঘটনাস্থলে নিজে গিয়ে সত্যতা যাচাই করা। প্রাসঙ্গিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও বক্তব্য নেওয়া। ভিডিওগ্রাফি মোবাইল বা ক্যামেরা সঠিকভাবে ব্যবহার করা। ক্যামেরা স্থির রাখা এবং প্রয়োজনমত প্যান, জুম করা। আলো ও শব্দের যথাযথ ব্যাবস্থা রাখা। এডিটিং ও প্রোডাকশন ভিডিওর অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলা। সাবটাইটেল, টাইটেল, গ্রাফিক্স যোগ করা। সাউন্ড মিক্সিং করে ভিডিওর মান উন্নত করা। প্রকাশনা ও প্রচার সঠিক সময়ে এবং সঠিক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করা। দর্শকের প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে দেখা এবং বিশ্লেষণ করা। বাংলাদেশের ভিডিও নিউজের সমস্যা ও সমাধান: আই নিউজ বিডির ভূমিকা বাংলাদেশে অনেক রিপোর্টার এখনও ভিডিও নিউজের ক্ষেত্রে পরিপূর্ণ দক্ষতা অর্জন করেননি। এর ফলে মানসম্পন্ন ভিডিও নিউজ তৈরি কঠিন। আই নিউজ বিডি এই সমস্যার মোকাবিলায় নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেছে— প্রশিক্ষণ কর্মশালা: আমাদের নিয়মিত প্রশিক্ষণ সেশন ও মিটিংয়ের মাধ্যমে রিপোর্টারদের ভিডিওর টেকনিক্যাল দিক সম্পর্কে শিক্ষা দেয়া। গাইডলাইন ও টিউটোরিয়াল: রিপোর্টারদের জন্য ভিডিও তৈরির সহজ এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান। মান নিয়ন্ত্রণ ব্যবস্থা: ভিডিও নিউজ আপলোডের আগে মান যাচাই করা ও পরামর্শ প্রদান। প্রযুক্তি সহযোগিতা: প্রয়োজন অনুযায়ী ক্যামেরা, মাইক্রোফোন ও এডিটিং সফটওয়্যার সরবরাহ করা। রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য নির্দেশিকা ভিডিও তৈরির সময় বিবেচ্য বিষয়সমূহ প্রস্তুতি: নিউজ বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা রাখা। ভিডিও শট: পরিষ্কার, স্থির এবং প্রাসঙ্গিক শট গ্রহণ করা। সাউন্ড: শব্দের মান উন্নত করতে মাইক্রোফোন ব্যবহার ও ব্যাকগ্রাউন্ড শব্দ কমানো। সম্পাদনা: গল্পের ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও সম্পাদন করা। থামনেইল: আকর্ষণীয় ও বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ থামনেইল ব্যবহার করা। সংবাদ পরিবেশনের নীতি নিরপেক্ষতা বজায় রাখা। অপপ্রচার ও গুজব থেকে দূরে থাকা। সাধারণ মানুষের কষ্ট ও সাফল্য উভয় দিক তুলে ধরা। তথ্য যাচাই করা। মানবাধিকার ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকা। ভবিষ্যত পরিকল্পনা ও উদ্যোগ আই নিউজ বিডি ভিডিও নিউজ তৈরিতে আরও উচ্চ মান প্রতিষ্ঠার লক্ষ্যে– ডেডিকেটেড ভিডিও রিপোর্টিং টিম গঠন। উন্নত ভিডিও সরঞ্জামাদি সংগ্রহ। নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপ। প্রযুক্তিগত সহযোগিতা ও উন্নয়ন। সবার জন্য সমান সুযোগ ও অংশগ্রহণ। ভিডিও নিউজ এখন শুধু খবর প্রকাশের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম যা মানুষের জীবন ও সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। বাংলাদেশে এই মাধ্যমের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ‘আই নিউজ বিডি’ নিবেদিতপ্রাণভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা, আমাদের রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টরা ভিডিও নিউজ তৈরির প্রতিটি ধাপে এই নীতিমালা মেনে চলবে, দক্ষতা বাড়াবে এবং জনসাধারণের জন্য মানসম্মত সংবাদ পরিবেশন নিশ্চিত করবে।
    Love
    2
    0 Comentários 0 Compartilhamentos 1KB Visualizações 0 Anterior
  • ভিডিও এডিটিং (Mobile & PC)
    মোবাইল অ্যাপস:

    Kinemaster

    CapCut

    InShot

    PC সফটওয়্যার:

    Adobe Premiere Pro

    DaVinci Resolve (ফ্রি)

    Basic Editing Tips:

    Jump cut, B-roll, Titles, Lower Thirds, Logo

    Sound leveling, noise reduction

    Transitions ও রঙ সংশোধন (Color correction)
    ভিডিও এডিটিং (Mobile & PC) মোবাইল অ্যাপস: Kinemaster CapCut InShot PC সফটওয়্যার: Adobe Premiere Pro DaVinci Resolve (ফ্রি) Basic Editing Tips: Jump cut, B-roll, Titles, Lower Thirds, Logo Sound leveling, noise reduction Transitions ও রঙ সংশোধন (Color correction)
    0 Comentários 0 Compartilhamentos 577 Visualizações 0 Anterior
  • সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্টগার্ড
    রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের নদী থেকে একটি বিরল প্রজাতির আহত কচ্ছপ উদ্ধার করেছে এবং পরবর্তীতে চিকিৎসা শেষে নদীতে অবমুক্ত করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
    শুক্রবার(২৫ জুলাই) সকালে সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে আহত কচ্ছপটিকে উদ্ধার করে কোস্টগার্ড ।
    কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান সকালে রুটিন টহলের সময় কচছপটিকে ভেসে থাকতে দেখে সদস্যরা উদ্ধার করেন। উদ্ধারকৃত কচ্ছপটির শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং এটি চলাফেরাতেও দুর্বলতা দেখাচ্ছিল।
    প্রাথমিক চিকিৎসা শেষে বনবিভাগের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে সুন্দরবনের চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।
    এদিকে স্থানীয়রা জানান চুনকুড়ি নদী ও আশেপাশের জলজ পরিবেশে কচ্ছপসহ নানা প্রজাতির জলজ প্রাণি বসবাস করে।তবে নদীতে অবৈধভাবে মাছ ধরা ও প্লাস্টিক দূষণের কারণে এসব প্রাণি আজ হুমকির মুখে।
    এদিকে পরিবেশ ও বন্যপ্রাণি রক্ষা নিয়ে কাজ করা সংগঠনগুলো কোস্টগার্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের কার্যক্রম শুধু একটি প্রাণি বাঁচায়না বরং পুরো বাস্ততন্ত্রের সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখে।
    সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্টগার্ড রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের নদী থেকে একটি বিরল প্রজাতির আহত কচ্ছপ উদ্ধার করেছে এবং পরবর্তীতে চিকিৎসা শেষে নদীতে অবমুক্ত করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার(২৫ জুলাই) সকালে সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে আহত কচ্ছপটিকে উদ্ধার করে কোস্টগার্ড । কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান সকালে রুটিন টহলের সময় কচছপটিকে ভেসে থাকতে দেখে সদস্যরা উদ্ধার করেন। উদ্ধারকৃত কচ্ছপটির শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং এটি চলাফেরাতেও দুর্বলতা দেখাচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে বনবিভাগের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে সুন্দরবনের চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়। এদিকে স্থানীয়রা জানান চুনকুড়ি নদী ও আশেপাশের জলজ পরিবেশে কচ্ছপসহ নানা প্রজাতির জলজ প্রাণি বসবাস করে।তবে নদীতে অবৈধভাবে মাছ ধরা ও প্লাস্টিক দূষণের কারণে এসব প্রাণি আজ হুমকির মুখে। এদিকে পরিবেশ ও বন্যপ্রাণি রক্ষা নিয়ে কাজ করা সংগঠনগুলো কোস্টগার্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের কার্যক্রম শুধু একটি প্রাণি বাঁচায়না বরং পুরো বাস্ততন্ত্রের সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখে।
    Like
    1
    0 Comentários 0 Compartilhamentos 829 Visualizações 0 Anterior
  • অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
    অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই সারাদেশে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে।

    তিনি বলেন, এক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে।


    কবে থেকে চিরুনি অভিযান পরিচালনা করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা এখন থেকেই।
    অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই সারাদেশে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। তিনি বলেন, এক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে। কবে থেকে চিরুনি অভিযান পরিচালনা করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা এখন থেকেই।
    Like
    1
    0 Comentários 0 Compartilhamentos 793 Visualizações 0 Anterior
  • শেখ ফজলল করিম স্মৃতি পাঠাগার সারাবছরই তালাবদ্ধ

    এ কে এম কায়সারুল আলম সোহাগ



    বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিকদের মধ্যে অন্যতম শেখ ফজলল করিম। যিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় ১৮৮৩ সালের ১৪ এপ্রিল জন্ম গ্রহণ করেছিলেন । ১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর জন্মভিটায়ই ইন্তেকাল করেন তিনি। দীর্ঘ সময় ধরে নানা রচনার জন্য তিনি ‘সাহিত্য বিশারদ’, ‘কাব্যরত্নাকার’ ও ‘নীতি ভূষণ’ উপাধিতে ভূষিত হয়েছিলেন।

    ২০০৫ সালে কবি শেখ ফজলুল করিমের স্মৃতি রক্ষার্থে কাকিনা বাজারে একটি দুই তলা ভবনে নির্মিত পাঠাগারটি এখন পরিত্যাক্ত, আবর্জনায় ভরপুর। সেখানে নেই কোন কেয়ারটেকার, নেই পাঠক, রয়েছে বইয়ের সংকট। সারাবছরই থাকে তালাবদ্ধ।


    সরেজমিনে গিয়ে দেখা যায় পাঠাগারটি তালাবদ্ধ, বাহিরের প্লাস্টারও খসে পড়েছে,মুল ফটকের দুই পাশে ও সামনের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান । আর ফটকটির ভেতরে ও বাইরে আবর্জনার স্তূপ, জঙ্গলে ভরপুর ।

    জানাগেছে, কবির স্মৃতি ধরে রাখতে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের স্থানীয় এক নেতার ‘রোষানলে’ পড়ে পাঠাগারটি। ফলে সেটির দিকে আর কেউ তাকায়নি, দীর্ঘদিন ধরে উদ্যোগের অভাবে পাঠাগারটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। কবির জন্মভিটায় থাকা স্মৃতিচিহ্নগুলোও যেন হারাতে বসেছে।



    এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কয়েকজনের উদ্যোগে বেশ কয়েক বছর আগে কবি স্মৃতি পাঠাগারটি বছরখানেক খোলা ছিল। পরে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় সেটি আবারও বন্ধ হয়ে যায়।

    অভিযোগ রয়েছে, কাকিনা ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তাহির তাহু কবি শেখ ফজলল করিম স্মৃতি গণপাঠাগারের সভাপতির দায়িত্বে ছিলেন। গত প্রায় ১৬ বছরে ওই এলাকার সবকিছুতেই ‘দাদাগিরি’ করতেন তিনি। কিন্তু সভাপতি হয়েও পাঠাগার চালু কিংবা কবির স্মৃতি রক্ষায় নেননি কোনো উদ্যোগ। স্থানীয় ‘নাজির’ পরিবারের সন্তান তাহু পূর্বসূরিদের মতোই কখনো কবি পরিবারকে সহ্য করতেন না। ফলে কবি প্রসঙ্গে তিনি ছিলেন উদাসীন।

    উত্তর বাংলা কলেজের এক শিক্ষার্থী বলেন,কবির স্মৃতি রক্ষার্থে পাঠাগার গড়ে তোলা হলেও কোনদিন পাঠাগারটি খোলা দেখিনি।

    এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


    প্রসঙ্গত, ১৮৮২ সালের ১৪ এপ্রিল সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন কবি শেখ ফজলল করিম। মাত্র ১৩ বছর বয়সে পার্শ্ববর্তী বিনবিনা গ্রামের গনি মোহাম্মদ সর্দারের মেয়ে বসিরন নেছা খাতুনের সাথে বিয়ে হয় কবির। ১৮৯৯ সালে ইংরেজি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তিনি। তিনি মোট ৫৫টি কাব্যগ্রন্থ লিখেছিলেন। সংরক্ষনের অভাবে যার অনেকগুলোর এখন আর হদিস মিলছে না। বাংলা ১৩২৩ সনে ভারতের নদীয়া সাহিত্য পরিষদ তাকে সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত করে।

    ১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর কবি শেষনিঃশ্বাস ত্যাগের পর অরক্ষিত হয়ে পড়ে কবি শেখ ফজলল করিমের গ্রামের বাড়ী।
    শেখ ফজলল করিম স্মৃতি পাঠাগার সারাবছরই তালাবদ্ধ এ কে এম কায়সারুল আলম সোহাগ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিকদের মধ্যে অন্যতম শেখ ফজলল করিম। যিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় ১৮৮৩ সালের ১৪ এপ্রিল জন্ম গ্রহণ করেছিলেন । ১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর জন্মভিটায়ই ইন্তেকাল করেন তিনি। দীর্ঘ সময় ধরে নানা রচনার জন্য তিনি ‘সাহিত্য বিশারদ’, ‘কাব্যরত্নাকার’ ও ‘নীতি ভূষণ’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। ২০০৫ সালে কবি শেখ ফজলুল করিমের স্মৃতি রক্ষার্থে কাকিনা বাজারে একটি দুই তলা ভবনে নির্মিত পাঠাগারটি এখন পরিত্যাক্ত, আবর্জনায় ভরপুর। সেখানে নেই কোন কেয়ারটেকার, নেই পাঠক, রয়েছে বইয়ের সংকট। সারাবছরই থাকে তালাবদ্ধ। সরেজমিনে গিয়ে দেখা যায় পাঠাগারটি তালাবদ্ধ, বাহিরের প্লাস্টারও খসে পড়েছে,মুল ফটকের দুই পাশে ও সামনের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান । আর ফটকটির ভেতরে ও বাইরে আবর্জনার স্তূপ, জঙ্গলে ভরপুর । জানাগেছে, কবির স্মৃতি ধরে রাখতে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের স্থানীয় এক নেতার ‘রোষানলে’ পড়ে পাঠাগারটি। ফলে সেটির দিকে আর কেউ তাকায়নি, দীর্ঘদিন ধরে উদ্যোগের অভাবে পাঠাগারটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। কবির জন্মভিটায় থাকা স্মৃতিচিহ্নগুলোও যেন হারাতে বসেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কয়েকজনের উদ্যোগে বেশ কয়েক বছর আগে কবি স্মৃতি পাঠাগারটি বছরখানেক খোলা ছিল। পরে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় সেটি আবারও বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, কাকিনা ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তাহির তাহু কবি শেখ ফজলল করিম স্মৃতি গণপাঠাগারের সভাপতির দায়িত্বে ছিলেন। গত প্রায় ১৬ বছরে ওই এলাকার সবকিছুতেই ‘দাদাগিরি’ করতেন তিনি। কিন্তু সভাপতি হয়েও পাঠাগার চালু কিংবা কবির স্মৃতি রক্ষায় নেননি কোনো উদ্যোগ। স্থানীয় ‘নাজির’ পরিবারের সন্তান তাহু পূর্বসূরিদের মতোই কখনো কবি পরিবারকে সহ্য করতেন না। ফলে কবি প্রসঙ্গে তিনি ছিলেন উদাসীন। উত্তর বাংলা কলেজের এক শিক্ষার্থী বলেন,কবির স্মৃতি রক্ষার্থে পাঠাগার গড়ে তোলা হলেও কোনদিন পাঠাগারটি খোলা দেখিনি। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, ১৮৮২ সালের ১৪ এপ্রিল সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন কবি শেখ ফজলল করিম। মাত্র ১৩ বছর বয়সে পার্শ্ববর্তী বিনবিনা গ্রামের গনি মোহাম্মদ সর্দারের মেয়ে বসিরন নেছা খাতুনের সাথে বিয়ে হয় কবির। ১৮৯৯ সালে ইংরেজি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তিনি। তিনি মোট ৫৫টি কাব্যগ্রন্থ লিখেছিলেন। সংরক্ষনের অভাবে যার অনেকগুলোর এখন আর হদিস মিলছে না। বাংলা ১৩২৩ সনে ভারতের নদীয়া সাহিত্য পরিষদ তাকে সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত করে। ১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর কবি শেষনিঃশ্বাস ত্যাগের পর অরক্ষিত হয়ে পড়ে কবি শেখ ফজলল করিমের গ্রামের বাড়ী।
    Like
    Love
    Sad
    3
    1 Comentários 0 Compartilhamentos 2KB Visualizações 0 Anterior
  • মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ৪৩০ বস্তা ইউরিয়া সার ও ৬০০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
    মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ৪৩০ বস্তা ইউরিয়া সার ও ৬০০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
    Like
    1
    0 Comentários 0 Compartilhamentos 1KB Visualizações 20 0 Anterior
  • প্রিয় আই নিউজ বিডি’র সম্মানিত রিপোর্টারগণ,

    সাংবাদিকতার এই মহান পেশায় আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অবদান দেখে আমরা আনন্দিত ও গর্বিত। আপনারা প্রতিটি সংবাদকে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছেন, সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আপনাদের এই অঙ্গীকারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে, আমরা একটি বিশেষ শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছি।

    আমরা বিশ্বাস করি, একজন সফল সাংবাদিক হওয়ার জন্য কেবল সংবাদ সংগ্রহ করাই যথেষ্ট নয়, বরং এর পেছনে প্রয়োজন হয় গভীর তাত্ত্বিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং অটল নৈতিকতার। তাই, আমরা আপনাদের জন্য একটি সুসংগঠিত শিক্ষাযাত্রার আয়োজন করেছি, যেখানে আপনারা সাংবাদিকতার সকল মৌলিক ও বিশেষায়িত দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

    এই শিক্ষাযাত্রায় আপনারা কী শিখবেন?

    আমরা আপনাদের জন্য সাংবাদিকতার প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকে পাঠ ও নির্দেশনা প্রস্তুত করেছি:

    ১. সংবাদ লেখার মৌলিক ভিত্তি:
    * একটি সংবাদের আদর্শ কাঠামো কেমন হওয়া উচিত? হেডলাইন, লিড, বডি ও উপসংহার কিভাবে সাজাতে হয়, সে সম্পর্কে বিস্তারিত জানবেন।
    * "উল্টো পিরামিড মডেল" কী এবং কেন এটি সংবাদের জন্য অপরিহার্য, তা স্পষ্টভাবে বুঝতে পারবেন।
    * বিভিন্ন ধরনের সংবাদ (হার্ড নিউজ, সফট নিউজ, ফিচার, ইন-ডেপথ প্রতিবেদন) লেখার কৌশল ও পার্থক্য সম্পর্কে ধারণা লাভ করবেন।

    ২. তথ্য সংগ্রহ ও উপস্থাপনার শিল্প:
    * সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতি, প্রশ্ন করার কৌশল, এবং সাক্ষাৎকারদাতার সাথে পেশাদারী আচরণ কেমন হওয়া উচিত, তা হাতে-কলমে শিখবেন।
    * মোবাইল সাংবাদিকতা (MoJo) কী এবং কিভাবে স্মার্টফোন ব্যবহার করে মানসম্পন্ন ভিডিও ও ছবি ধারণ করতে হয়, সে বিষয়ে দক্ষতা অর্জন করবেন।

    ৩. আইন, নীতিমালা ও দায়িত্বশীলতা:
    * "সাংবাদিকতার নীতিমালা" এবং "সাংবাদিক আইন ও নীতিমালা" সম্পর্কে বিস্তারিত জানবেন, যা আপনাদের পেশাগত স্বাধীনতা ও সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করবে।
    * ডিজিটাল নিরাপত্তা আইন, মানহানি আইন এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন।
    * ভুয়া খবর, গুজব এবং ক্লিকবেইট প্রতিরোধের কৌশল এবং ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব সম্পর্কে অবগত হবেন।
    * আমাদের পোর্টালে কনটেন্ট প্রকাশের জন্য সুনির্দিষ্ট "আই নিউজ বিডি কনটেন্ট প্রকাশের শর্তাবলী" সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানবেন। এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে আমাদের সকলের জন্য অপরিহার্য একটি গাইডলাইন।

    ৪. বাস্তব প্রশিক্ষণ ও পেশাগত উৎকর্ষ:
    * নিউজরুমের কর্মপরিবেশ, রিপোর্টার থেকে সাব-এডিটর, ডেস্ক এবং ডিজিটাল টিমের ভূমিকা সম্পর্কে জানতে পারবেন।
    * প্রেস কনফারেন্স কভার করার ব্যবহারিক দিকগুলো শিখবেন।
    * নিজস্ব পোর্টফোলিও তৈরির গুরুত্ব এবং একটি পেশাদার পোর্টফোলিও কিভাবে সাজাতে হয়, সে বিষয়ে নির্দেশনা পাবেন।

    আমাদের প্রত্যাশা:

    আই নিউজ বিডি একটি নির্ভরযোগ্য তথ্য উৎস হিসেবে সমাজে তার অবস্থান ধরে রাখতে চায়, আর এর মূল শক্তি হলো আপনাদের মতো নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ। এই শিক্ষাযাত্রা আপনাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি করবে, যা আমাদের পোর্টালে প্রকাশিত কনটেন্টের মানকে আরও উন্নত করবে। আপনাদের নিয়মিত কাজের গুণগত মান এবং নিয়মিততার ওপর ভিত্তি করে পরিচয়পত্রও প্রদান করা হবে, যা আপনাদের পেশাদারিত্বকে আরও দৃঢ় করবে।

    আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা মানসম্মত সাংবাদিকতা চর্চায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারব। আপনাদের যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

    এই শিক্ষামূলক উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।

    আই নিউজ বিডি ক্লাস রুম: https://eyenewsbd.com/themes/youplay/classroom/
    প্রিয় আই নিউজ বিডি’র সম্মানিত রিপোর্টারগণ, সাংবাদিকতার এই মহান পেশায় আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অবদান দেখে আমরা আনন্দিত ও গর্বিত। আপনারা প্রতিটি সংবাদকে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছেন, সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আপনাদের এই অঙ্গীকারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে, আমরা একটি বিশেষ শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, একজন সফল সাংবাদিক হওয়ার জন্য কেবল সংবাদ সংগ্রহ করাই যথেষ্ট নয়, বরং এর পেছনে প্রয়োজন হয় গভীর তাত্ত্বিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং অটল নৈতিকতার। তাই, আমরা আপনাদের জন্য একটি সুসংগঠিত শিক্ষাযাত্রার আয়োজন করেছি, যেখানে আপনারা সাংবাদিকতার সকল মৌলিক ও বিশেষায়িত দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই শিক্ষাযাত্রায় আপনারা কী শিখবেন? আমরা আপনাদের জন্য সাংবাদিকতার প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকে পাঠ ও নির্দেশনা প্রস্তুত করেছি: ১. সংবাদ লেখার মৌলিক ভিত্তি: * একটি সংবাদের আদর্শ কাঠামো কেমন হওয়া উচিত? হেডলাইন, লিড, বডি ও উপসংহার কিভাবে সাজাতে হয়, সে সম্পর্কে বিস্তারিত জানবেন। * "উল্টো পিরামিড মডেল" কী এবং কেন এটি সংবাদের জন্য অপরিহার্য, তা স্পষ্টভাবে বুঝতে পারবেন। * বিভিন্ন ধরনের সংবাদ (হার্ড নিউজ, সফট নিউজ, ফিচার, ইন-ডেপথ প্রতিবেদন) লেখার কৌশল ও পার্থক্য সম্পর্কে ধারণা লাভ করবেন। ২. তথ্য সংগ্রহ ও উপস্থাপনার শিল্প: * সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতি, প্রশ্ন করার কৌশল, এবং সাক্ষাৎকারদাতার সাথে পেশাদারী আচরণ কেমন হওয়া উচিত, তা হাতে-কলমে শিখবেন। * মোবাইল সাংবাদিকতা (MoJo) কী এবং কিভাবে স্মার্টফোন ব্যবহার করে মানসম্পন্ন ভিডিও ও ছবি ধারণ করতে হয়, সে বিষয়ে দক্ষতা অর্জন করবেন। ৩. আইন, নীতিমালা ও দায়িত্বশীলতা: * "সাংবাদিকতার নীতিমালা" এবং "সাংবাদিক আইন ও নীতিমালা" সম্পর্কে বিস্তারিত জানবেন, যা আপনাদের পেশাগত স্বাধীনতা ও সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করবে। * ডিজিটাল নিরাপত্তা আইন, মানহানি আইন এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন। * ভুয়া খবর, গুজব এবং ক্লিকবেইট প্রতিরোধের কৌশল এবং ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব সম্পর্কে অবগত হবেন। * আমাদের পোর্টালে কনটেন্ট প্রকাশের জন্য সুনির্দিষ্ট "আই নিউজ বিডি কনটেন্ট প্রকাশের শর্তাবলী" সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানবেন। এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে আমাদের সকলের জন্য অপরিহার্য একটি গাইডলাইন। ৪. বাস্তব প্রশিক্ষণ ও পেশাগত উৎকর্ষ: * নিউজরুমের কর্মপরিবেশ, রিপোর্টার থেকে সাব-এডিটর, ডেস্ক এবং ডিজিটাল টিমের ভূমিকা সম্পর্কে জানতে পারবেন। * প্রেস কনফারেন্স কভার করার ব্যবহারিক দিকগুলো শিখবেন। * নিজস্ব পোর্টফোলিও তৈরির গুরুত্ব এবং একটি পেশাদার পোর্টফোলিও কিভাবে সাজাতে হয়, সে বিষয়ে নির্দেশনা পাবেন। আমাদের প্রত্যাশা: আই নিউজ বিডি একটি নির্ভরযোগ্য তথ্য উৎস হিসেবে সমাজে তার অবস্থান ধরে রাখতে চায়, আর এর মূল শক্তি হলো আপনাদের মতো নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ। এই শিক্ষাযাত্রা আপনাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি করবে, যা আমাদের পোর্টালে প্রকাশিত কনটেন্টের মানকে আরও উন্নত করবে। আপনাদের নিয়মিত কাজের গুণগত মান এবং নিয়মিততার ওপর ভিত্তি করে পরিচয়পত্রও প্রদান করা হবে, যা আপনাদের পেশাদারিত্বকে আরও দৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা মানসম্মত সাংবাদিকতা চর্চায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারব। আপনাদের যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই শিক্ষামূলক উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে। আই নিউজ বিডি ক্লাস রুম: https://eyenewsbd.com/themes/youplay/classroom/
    0 Comentários 0 Compartilhamentos 770 Visualizações 0 Anterior
  • ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিম উল্লাহ বাহার সাথে নবগঠিত ওলামা দলের সৌজন্য সাক্ষাৎ

    বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফটিকছড়ি উপজেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার এবং সদস্য সচিব জহির আজম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    বৃহস্পতিবার (২০ জুন) ফটিকছড়ি উপজেলা নানুপুর ইউনিয়নের আবু সুবহাননিয়া উচ্চ বিদ্যালয় এর একটি কক্ষে অনুষ্ঠিত হয় এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।

    এ সময় উভয় সংগঠনের নেতারা সাংগঠনিক অগ্রগতি, কাজের সমন্বয় এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান প্রণীত জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের সংগ্রামে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

    সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মাওলানা রফিকউল্লাহ হামিদী, উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মুফতি মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাওলানা আসগর সালেহী, সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা ওলামা দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দীন,ও মাওলানা লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা নজরুল ইসলাম, দাঁতমারা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান, মুফতি মামুন, মাওলানা রফিক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আজহার, প্রমুখ।
    ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিম উল্লাহ বাহার সাথে নবগঠিত ওলামা দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফটিকছড়ি উপজেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার এবং সদস্য সচিব জহির আজম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২০ জুন) ফটিকছড়ি উপজেলা নানুপুর ইউনিয়নের আবু সুবহাননিয়া উচ্চ বিদ্যালয় এর একটি কক্ষে অনুষ্ঠিত হয় এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ সময় উভয় সংগঠনের নেতারা সাংগঠনিক অগ্রগতি, কাজের সমন্বয় এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান প্রণীত জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের সংগ্রামে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রত্যয়ও ব্যক্ত করা হয়। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মাওলানা রফিকউল্লাহ হামিদী, উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মুফতি মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাওলানা আসগর সালেহী, সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা ওলামা দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দীন,ও মাওলানা লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা নজরুল ইসলাম, দাঁতমারা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান, মুফতি মামুন, মাওলানা রফিক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আজহার, প্রমুখ।
    Yay
    1
    0 Comentários 0 Compartilhamentos 169 Visualizações 0 Anterior
Páginas impulsionada
Eidok App https://eidok.com